পাহাড় ধস

শুক্রবার সারাদেশে ২০ দলের বিশেষ দোয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুন ২০১৭, ১৮:০৬

ভারী বর্ষণে বৃহত্তর চট্টগ্রামে পাহাড় ধসে সেনা সদস্যসহ নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। কর্মসূচি অনুযায়ী শুক্রবার দেশব্যাপী বিশেষ দোয়ার আয়োজন করেছে ২০ দল।

বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

রিজভী বলেন, সাম্প্রতিক সময়ে বৃহত্তর চট্টগ্রামে সংঘটিত ভয়াবহ পাহাড় ধসে মাটিচাপায় নিহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। আহত হয়েছেন অসংখ্য মানুষ। প্রতিদিনই মৃত্যু এই তালিকা দীর্ঘ হচ্ছে।

তিনি বলেন, ‘পাহাড়ি বানে বাঁধ ভেঙ্গে পানিতে ভেসে যাওয়া বহু মানুষ এখনও নিখোঁজ। বাড়ি-ঘর, সহায়-সম্বল হারিয়ে উপদ্রুত হাজার হাজার মানুষ এখন অসহায় অবস্থায় বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে কোন মতে বেঁচে থাকার জীবনযুদ্ধে লিপ্ত রয়েছে।’

রিজভী অভিযোগ করে বলেন, ‘পাহাড় ধসে মানুষের মৃত্যু ও উপদ্রুত এলাকার মানুষদের দুবির্ষহ অবস্থা লাঘবে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপই নেই। কত মানুষ যে এখনও নিরুদ্দেশ হয়ে আছে তার কোন হদিস নেই।’

তিনি বলেন, ‘দ্রুত, তাৎক্ষণিক ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে উপদ্রুত এলাকায় অসহায় মানুষকে রক্ষা করতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। ক্ষুধা, চিকিৎসা ও বাসস্থানের অভাবে উপদ্রুত এলাকায় ভয়াবহ মানববিপর্যয় সৃষ্টি হয়েছে।’

রিজভী অভিযোগ করে বলেন, যখন অসংখ্য প্রাণহানি ঘটে, সহায়-সম্বলহীন আহত মানুষদের আর্তনাদ যখন চারিদিকে ধ্বনিত হয়, তখন আওয়ামী লীগের নেতারাই পারে বনভোজনের ম্যুডে বিদেশ সফর করতে। বাংলাদেশের জনগণের কোনো বিপদে কখনোই পাশে থাকেনি আওয়ামী লীগ। আওয়ামী লীগ আত্মসম্মানহীন এক নিপীড়ক শক্তি ছাড়া আর কিছুই নয়।

ঢাকাটাইমস/১৫জুন/বিইউ/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

জাপার একাংশের শনিবারের সভা স্থগিত, বিতরণ করবে পানি ও স্যালাইন

পাকিস্তান প্রশংসা করে অথচ বিএনপি উন্নয়ন দেখতে পায় না: ওবায়দুল কাদের 

নতজানু সরকারকে ক্ষমতায় রেখে মানুষের সমস্যার সমাধান হবে না: সালাম 

খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক

ঝিনাইদহ-১ উপনির্বাচন: আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের

বিএনপি নেতারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে: ওবায়দুল কাদের

প্রতিটি সংসদীয় এলাকায় ‘এমপিরাজ’ তৈরি হয়েছে: রিজভী

উপজেলা ভোটের মাঠে বিএনপির তৃণমূল নেতারা

উপজেলা নির্বাচনে অংশগ্রহণ: বিএনপির ৬৪ নেতাকে শোকজ

এই বিভাগের সব খবর

শিরোনাম :