এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৪, ১৭:১৯| আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৭:৩১
অ- অ+

বিএনপিবিহীন উপজেলা পরিষদ নির্বাচন প্রতিযোগিতামূলক করতে সবার জন্য উন্মুক্ত করা হলেও এই নির্বাচনে অংশ নিতে পারবে না এমপি-মন্ত্রী স্বজনরা। এমন নির্দেশনা দিলেও আওয়ামী লীগের এ নির্দেশনা উপেক্ষা করে এখনো নির্বাচনের মাঠে রয়েছেন এমপি-মন্ত্রীর স্বজনরা। তবে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনো এমপি-মন্ত্রীর স্বজনের সংজ্ঞা নির্দিষ্ট করতে পারেনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে এমপি- মন্ত্রীর স্বজনদের কীভাবে ক্লাসিফিকেশন করা হচ্ছে এটা আমাদের ওপর ছেড়ে দেন। আপনারা সবকিছু নির্ধারণ করলে আমরা পার্টি করতেছি কেন! এছাড়া সাংবাদিকরা এমপি-মন্ত্রীর আত্মীয়স্বজনের একটা সংখ্যা লিখেছেন। এমপি-মন্ত্রীর আত্মীয়স্বজনের সংজ্ঞা নিয়ে আমি আর বলবো না। আমাদের বিষয়ে আমাদের কাছে আছে।

যারা দলের কথা অমান্য করে এখনো উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছে সে ক্ষেত্রে আওয়ামী লীগ কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এমপি-মন্ত্রী না স্বজনদের বিরুদ্ধে এমন প্রশ্ন করলে ওবায়দুল কাদের বলেন, সময় বলে দেবে কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় সিদ্ধান্ত যারা অমান্য করেছে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের গত সাধারণ নির্বাচনে, নির্বাচনের পরে এসেছে, অনেকেই এমপি হন নাই, অনেকেই মন্ত্রী হন নাই। এখানো কিন্তু দলের সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। দল যার যার কর্মকাণ্ড বিচার করবে।

বিএনপির সমাবেশের দিনে আওয়ামী লীগেরও সমাবেশ থাকে- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সন্ত্রাস থেকে জনগণকে রক্ষায় কর্মসূচি দেয় আওয়ামী লীগ। বিএনপি একতরফা সমাবেশ করতে গেলে সন্ত্রাস, আগুন সন্ত্রাসের আশঙ্কা থেকেই যায়। জনগণের জানমাল রক্ষায় সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব আছে। আমরা মাঠে থাকলে তারা এসব অপকর্ম করতে মানসিকভাবে চাপে থাকবে- সেজন্য আমরা কর্মসূচি দিই। বিএনপির চোরাগোপ্তা হামলা প্রতিহত করতে জনগণের স্বার্থে আমাদের কর্মসূচি থাকা উচিত।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/জেএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে
ঘুষ কম দেওয়ায় সেবাগ্রহিতার মাথা ফাটালেন অফিস সহকারী
এস আলম গ্রুপের অপকর্মের সহযোগী সাবেক জামায়াত নেতা ফখরুলের বিএনপির মনোনয়ন বাসনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার বিরুদ্ধে ধর্ষণ হুমকির মামলা!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা