ছবির শিশুটি এখন কিন্তু চিত্রনায়ক...
সম্প্রতি একটি ছোট ছেলের ছবি ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। ছবিটি আর কারো নয় এক সময়ের হার্টথ্রুব নায়ক রিয়াজের। ছবিতে দেখা যায় একটি মিস্টি চেহারার ছেলে হাস্যোজ্জল অবস্থায় রয়েছে। তার উজ্জল চোখও যেন হাসছে।
রিয়াজ এখন ছোট পর্দায় ব্যস্ত সময় পার করছেন। বেশ কয়েক বছর হলো বড় পর্দায় আর নিয়মিত নন তিনি। সর্বশেষ তিনি সুইটহার্ট চলচ্চিত্রে অভিনয় করেন।
১৯৯৫ সালে বাংলার নায়ক ছবির মাধ্যমে রূপালি পর্দায় যাত্রা শুরু করেন রিয়াজ। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে প্রাণের চেয়ে প্রিয়, মনের মাঝে তুমি, ভালোবাসি তোমাকে, পৃথিবী তোমার আমার, বুক ভরা ভালোবাসা, স্বপ্নের পুরুষ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, মিলন হবে কতদিনে, প্রেমের তাজমহল, নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, স্বপ্নের বাসর, জামাই শ্বশুর মোল্লাবাড়ির বউ, হৃদয়ের কথা, চন্দ্রগ্রহণ ইত্যাদি।
চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনবার সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রিয়াজ। ক্যারিয়ারের শুরুতে এই অভিনয় শিল্পী বিমান বাহিনীতে চাকরিরত ছিলেন।
ঢাকাটাইমস/১৫জুন/এমইউ
মন্তব্য করুন