বাজে হারে মন খারাপ সাকিবের

দেলোয়ার হোসেন, বার্মিংহাম, ইংল্যান্ড থেকে
| আপডেট : ১৬ জুন ২০১৭, ০০:৩২ | প্রকাশিত : ১৬ জুন ২০১৭, ০০:৩০

পুরো দলেরই মন খারাপ। মাশরাফি সংবাদ সম্মেলনে আসলেন চোখেমুখে হতাশা নিয়ে। মনে হলো তিনি ক্লান্ত। সাকিব কথা বললেন মিনেট পাঁচেক, একবারের জন্যও মুখে হাসি আনলেন না। অখচ সাকিব সাধারণত হেসেই কখা বলেন। সাকিবের মন খারাপ! মন খারাপের কারণ তো পরিষ্কার। ব্যাটিংয়ে কিছু করতে পারেনি ব্যাটিং ট্রাকে। বোলিংয়েও ব্যর্থ। বল হাতে শুধু এই ম্যাচে নয়, পুরো টুর্নামেন্টেই বল হাতে ব্যর্থ তিনি। আজ আবার দলটাও হেরেছে বাজেভাবে। ২৬৪ রানের টার্গেট, মাত্র ৪১.১ ওভারে এক উইকেট হারিয়ে মাড়িয়ে ফেলে ভারত। এমন হার কে আশা করেছিল? সাকিবও নন। এমন হারটা মানতে কষ্ট হচ্ছে সাকিবেরও।

ম্যাচ শেষে সাকিব বললেন, ‘আমরা সেমিফাইনালে ওঠেছি। বড় বড় দল যেটা পারেনি। আমাদের জন্য সেমিফাইনালে খেলা গর্বের। আমাদের এটা ভালো সাফল্য। কিন্তু এ ম্যাচে যেভাব হেরেছি, সেটা দুঃখজনক। এভাবে হারা উচিৎ হয়নি। আমরা ভাবতে পারিনি যে, এভাবে হারব। আমাদের আরো ভালো খেলা উচিৎ ছিল।’

ব্যাটিং, বোলিং দুটোকেই দায়ি করলেন সাকিব। ব্যাটিং নিয়ে সাকিব বললেন, ‘আমরা যে স্কোর করেছি ওটা যথেষ্ঠ ছিল না। উইকেট ব্যাটিং সহায়ক ছিল। ওরা অনেক ভালো বল করেছে। প্রথম দিকে আমরা দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যাই। তামিম, মুশফিক যেখাবে খেলেছে তাতে বড় স্কোরের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ওরা নিয়মিত উইকেট তুলে নিয়েছে। আমাদের অন্তত ৩২০-৩৩০ করা উচিৎ ছিল।’

বড় স্কোর করা হলো না কেন, আপনারা খারাপ ব্যাট করলেন নাকি ভারত বেশি ভালো বোলিং করলো? এমন প্রশ্নে সাকিবের উত্তর, ‘দুটোই ধরতে পারেন। ওরা সঠিক জায়গায় বল করেছে। আমারা যেটা পারিনি। উইকেটে তেমন কিছু ছিল না। সঠিক জায়গায় বল করা গুরুত্বপূর্ণ ছিল। শুরুতে আমরা উইকেট নিয়ে ওদের চাপে ফেলতে পারিনি।’

মোস্তাফিজের ফর্ম নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু তাকে নিয়ে হতাশ নন সাকিব। বলেছেন, ‘এই টুর্নামেন্ট ওর কঠিন গেছে। এটাই হতেই পারে। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডেও সে ভালো করেছে। ব্যাটিং উইকেট, এখানে ভালো করাটা সহজ ছিল না। আমাদের সবার জন্য এই টুর্নামেন্টে একটা ভালো অভিজ্ঞতা। দুই বছর পর এখানে বিশ্বকাপ হবে। সেখানে এটা কাজে আসবে।’

(ঢাকাটাইমস/১৫জুন/ডিএইচ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :