না.গঞ্জ সাইনবোর্ডে বাস খাদে, নিহত ১
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সাদ্দাম মার্কেট নামের একটি বিপণিবিতানের পাশে একটি বাস খাদে পড়ে অন্তত একজন নিহত ও কয়েকজন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সকালে ঢাকা-নারায়ণগঞ্জে চলাচলকারী একুশে পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ ছাড়া কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়। উদ্ধারকাজ চলছে বলে জানান তিনি।
ঢাকাটাইমস/১৬জুন/জেডএ/মোআ)
মন্তব্য করুন