সংবাদ সম্মেলন করে ‘হামলা’র বর্ণনা দিলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০১৭, ১৪:২০| আপডেট : ১৮ জুন ২০১৭, ১৮:২৫
অ- অ+

‘তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ করে ৩০ থেকে ৪০ জন লাঠিসোটা ও পাথর নিয়ে আক্রমণ করলো। প্রথমেই গাড়ির উইন্ডস্ক্রিন বিরাট একটা পাথর দিয়ে ভেঙে ফেলল। এরপর হামলা চালাল।’

রবিবার চট্টগ্রাম প্রেসক্লাবে বসে জেলার রাঙ্গুনিয়ায় তার গাড়িবহরে হামলার এমন বর্ণনা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। পাহাড় ধসের ঘটনায় রাঙ্গামাটিতে ত্রাণ নিয়ে যাওয়ার পথে এই হামলা হয় বলে অভিযোগ বিএনপির। আর বেলা সাড়ে ১০টার দিকে এই ঘটনার পর রাঙ্গামাটিতে না গিয়ে চট্টগ্রাম ফিরে আসে বিএনপির গাড়িবহর।

পরে চট্টগ্রাম প্রেসক্লাবে বেলা একটার দিকে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল তাদের ওপর হামলার বর্ণনা দেন।

ফখরুল বলেন, ‘আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রক্তাক্ত হয়েছেন। আমি আঘাত পেয়েছি, আরও কয়েকজন আঘাত পেয়েছেন।’

এই হামলাকে কোনো ব্যক্তির ওপর হামলা হিসেবে দেখছেন না ফখরুল। তিনি বলেন, ‘এই আঘাত গণতন্ত্রের প্রতি আঘাত। যারা মুক্ত চিন্তা করেন, সরকারের বিরোধিতা করেন তাদের প্রতি আঘাত।’

হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের চরিত্র উন্মোচিত হয়েছে। আমাদের এই অবস্থা হলে সাধারণ মানুষের অবস্থা কী হয়েছে?’। তিনি বলেন, ‘এটা একটা ভয়াবহ ঘটনা। জনগণকে ঐক্যবদ্ধ করে এটা প্রতিরোধ করতে হবে।’

বিএনপি জানায়, এই গাড়িবহরে হামলায় মির্জা ফখরুল ও আমির খসরুর হাত গাড়ির গ্লাসের আঘাতে কেটে গেছে। কাপ্তাই উপজেলার বিএনপির চেয়ারম্যান গুরুতর আহত হয়েছেন। এছাড়াও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমেরও আঘাত লেগেছে।

হামলার প্রতিবাদে সোমবার রাজধানীর থানায় থানায় এবং সব মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি।

এদিকে রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হামলাকে নিন্দনীয় বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কারা এই ঘটনা ঘটিয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান, চট্টগ্রামের জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

(ঢাকাটাইমস/১৮জুন/বিইউ/ডব্লিউবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশ গড়ার দ্বিতীয় সুযোগ কোনোভাবে যেন নষ্ট না হয়: আইন উপদেষ্টা
মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
মাদার‌ীপুরে বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা