ছিঁড়ে পড়া বিদ্যুতের তার জড়িয়ে তিনজনের মৃত্যু
পুরান ঢাকার চকবাজার থানার ইসলামবাগে বিদ্যুতের তারি জড়িয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- শিরিন বেগম, তার শাশুড়ি আমেনা বেগম এবং পাঁচ বছর বয়সী মেয়ে আফরিন।
আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বেলা ১১ টার সময় চকবাজারের ইসলামবাগে একটি চার তলা ভবনের ছাদে বিদ্যুতের তার ছিড়ে একই পরিবারের তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২ টার সময় তাদের মৃত ঘোষণা করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতদের অন্য কোন পরিচয় জানা যায়নি।
ঢাকাটাইমস/১৯জুন/এএ
মন্তব্য করুন