সাতসকালে ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, অবস্থান আজও শীর্ষে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১| আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯
অ- অ+

সাতসকালে ‘খুবই অস্বাস্থ্যকর’ হয়ে উঠেছে ঢাকার বাতাস। মঙ্গলবার সকাল ৮টা ২৭ মিনিটে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে উঠে আসে ঢাকা। রাজধানী শহরটির বায়ুমানের স্কোর এখন ২৪১, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়।

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় গতকালও শীর্ষে উঠেছিল ঢাকা। তখন শহরটির স্কোর ছিল ২৭৫, যা ‘খুবই অস্বাস্থ্যকর’।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে এ তথ্য পাওয়া গেছে।

সূচকে এখন ২১৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

তালিকায় এখন তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, শহরটির স্কোর ১৯৪; চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ১৮৭; পঞ্চম ভারতেরই আরেক শহর কলকাতা, স্কোর ১৮০; ষষ্ঠ কিরগিজস্তানের বিশকেক, স্কোর ১৭৪; সপ্তম নেপালের কাঠমান্ডু, স্কোর ১৬৭; অষ্টম নর্থ মেসেডোনিয়ার স্কোপজে, স্কোর ১৬০; নবম মঙ্গোলিয়ার উলানবাটর স্কোর ১৬০; দশম স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনসাসা, স্কোর ১৫৮।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার প্রতিদিনই বায়ুদূষণের তালিকা প্রকাশ করে। একিউআই স্কোরের মাধ্যমে এর মান পর্যবেক্ষণ করা হয়।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০০-এর বেশি হলে তা বিপজ্জনক বলে ধরা হয়।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান
সার্বভৌমত্ব-গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান
সাইবার আইনে মামলা করলেন সারজিস আলম
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: চবির ৭৩ শিক্ষার্থী বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা