লক্ষ্মীপুরে ১৩ মামলার আসামি অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১০:৪৪ | প্রকাশিত : ০৬ জুলাই ২০১৭, ১০:৩৬

লক্ষ্মীপুরে ১৩ মামলার এক আসামিকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আব্দুল মান্নান। তার বিরুদ্ধে শাহারাস্তি, চাটখিল, লাকসাম, সোনাইমুড়ী, চৌদ্দগ্রামসহ অন্যান্য থানার ১৩টি মামলা রয়েছে। লক্ষ্মীপুরের রামগঞ্জের জনতা ব্যাংকে ডাকাতি মামলারও অন্যতম আসামি তিনি।

বুধবার রাত সাড়ে ৩টায় রামগঞ্জের পূর্ব করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি এলজি, দুই রাউন্ড গুলি ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আব্দুল মান্নান নোয়াখালীর চাটখিল থানার বদলকোট এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।

পুলিশ জানায়, এই আসামি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং চাটখিলের দূর্ধর্ষ সন্ত্রাসী মৃত খোরশেদ ডাকাতের সেকেন্ড ইন কমান্ড। তিনি লাকসাম থানার অস্ত্র মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তোতা মিয়ার নেতৃত্বে একটি টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে বুধবার রাত সাড়ে ৩টার দিকে তাকে অস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দু'টি মামলা দায়ের করা হয়েছে। তাকে বুধবার আদালতে তোলা হবে।

(ঢাকাটাইমস/০৬জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :