চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, অক্ষত দুই পাইলট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ জুলাই ২০১৭, ২০:৫০ | প্রকাশিত : ১১ জুলাই ২০১৭, ১৬:২০

চট্টগ্রামের লোহাগড়া থানার সীমান্ত এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার বিকাল তিনটার দিকে ‍বিমানটি বিধ্বস্ত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান, দুপুরের দিকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সেটিতে দুইজন পাইলট ছিল। বিমানটি বিধ্বস্তের আগে তারা নিরাপদে বের হয়ে আসেন। দুর্ঘটনার পর বিমান বাহিনীর লোকজন এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

বিমান বিধ্বস্তের সত্যতা নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মীও। ঢাকাটাইমসকে তিনি বলেন, বিমানের ভেতরে দুইজন পাইলট ছিল। সেটি বিধ্বস্ত হওয়ার আগে তারা নিরাপদে বেরিয়ে এসেছে।

ঢাকাটাইমস/১১জুলাই/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :