মির্জাপুর উপজেলাকে সবুজায়িত করা হবে

মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৭, ১০:৩৯

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনা সবুজায়িত করতে চান উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খলিলুর রহমান।

রবিবার উপজেলা সদরের বাইমহাটি ও বাওয়ার কুমারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপন শেষে তিনি এ কথা বলেন।

এর আগে সকালে বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ ও বনজও গাছের চারা রোপন করে সবুজায়িত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আকতারুজ্জামান খান, বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা, উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে শিক্ষা অফিসার খলিলুর রহমান বাওয়ার কুমারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপন করেন।

শিক্ষা অফিসার মো. খলিলুর রহমান জানান, উপজেলার ১৭০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটির মাঠের পাশ দিয়ে ফলজ ও বনজও গাছের চারা রোপন করে উপজেলা সবুজায়িত করা হবে।

ঢাকাটাইমস/২৪জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :