বিমানবন্দরে ফেলে যাওয়া শিশু কে পাবে, সিদ্ধান্ত ৯ আগস্ট

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৭, ২০:২৩

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক নারীর কাছে রেখে যাওয়া দশ মাসের শিশু ফাতেমার হেফাজতের বিষয়ে আগামী ৯ আগস্ট সিদ্ধান্ত দেবে আদালত।

মঙ্গলবার ঢাকার শিশু আদালতের বিচারক (অতিরিক্ত মহানগর দায়রা জজ) মো. হাফিজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

একইসঙ্গে ওই সময়ের মধ্যে শিশুটির প্রকৃত বাবা-মাকে খুঁজে বের করতেও পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়টি সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলী সাহাবুদ্দিন মিয়া জানিয়েছেন, ওই সময়ের মধ্যে শিশুটির প্রকৃত বাবা-মাকে না পাওয়া গেলে শিশুটিকে হেফাজতে নেওয়া আবেদনকারী ছয় দম্পতির যে কাউকে দেবে আদালত।

শিশু ফাতেমার হেফাজতের জন্য আবেদনকারী ছয় দম্পতি হলেন- জনৈকা সেলিনা আক্তার, শ্যামলী আক্তার, লায়লা নূর, নিঝুম আক্তার, শাহনাজ বিনতে হান্নান ও দুলসাদ বেগম বিথি।

গত ৯ জুলাই জর্ডান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরছিলেন জামালপুরের শম্পা। বিমানে তার সঙ্গে এক নারীর পরিচয় হয়। ওই নারীর কোলে শিশুটি ছিল। শম্পা জর্ডানে গৃহকর্মী হিসেবে গিয়েছিলেন। কথা প্রসঙ্গে তিনি জানতে পারেন অজ্ঞাত নারীও একই কাজে সেখানে গিয়েছিলেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই বিমান বিজি ০৮৫ ফ্লাইট অবতরণের পর আনুষ্ঠানিকতা শেষে কাস্টমস থেকে মালপত্র নিয়ে বের হতে শুরু করেন যাত্রীরা। বিমানবন্দরের ক্যানওপি পার্কিং এলাকায় স্বজনের জন্য অপেক্ষা করছিলেন ওই ফ্লাইটের যাত্রী শম্পা। এ সময় বিমানে পরিচয় হওয়া ওই নারী তার কাছে ছুটে আসেন। অনুরোধ জানিয়ে বলেন- 'আপা আমার শিশুটাকে একটু ধরেন। ভেতরে মালপত্র রয়েছে, নিয়ে আসছি।' আগে কথা হওয়ায় সরল বিশ্বাসে শিশুটিকে কোলে তুলে নেন শম্পা। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও সেই নারী আর ফেরেননি। দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করে স্বপ্না তার বাসায় শিশুটিকে নিয়ে যান। পরের দিন বিকাল ৩টার দিকে শিশুটিকে নিয়ে বিমানবন্দরের এপিবিএন পুলিশের কাছে আসেন। পরে এ ব্যাপারে বিমানবন্দর থানায় জিডি করা হয় (জিডি নং ৪০৪)। পরবর্তী সময়ে শিশুটিকে রাজধানীর তেজগাঁও এ পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে (ভিকটিম সাপোর্ট সেন্টার) পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানেই রয়েছে।

(ঢাকাটাইমস/২৫জুলাই/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

৩০ কোটি টাকা ঋণ খেলাপি: সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা: আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাম্রাজ্যের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ

আফতাবনগরে পশুর হাট বসানোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :