মুশফিককে দায়িত্বজ্ঞানহীন বলায় দুঃখ প্রকাশ বুলস মালিকের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৯:২৬ | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৭, ১৯:০৬

মুশফিককে নিয়ে নেতিবাচক মন্তব্য করায় প্রকাশ্যে দু:খ প্রকাশ করেছেন বরিশাল বুলস মালিক এম এ আউয়াল চৌধুরী ভুলু। বুধবার বিসিবির দুই পরিচালক জালাল ইউনুস ও ইসমাইল হায়দার চৌধুরী মল্লিককে পাশে নিয়ে সাংবাদিকদের ভুলু বলেন,‘ আমি খেলেরায়াড়দের খুব ভালোবাসি। কারণ আমি নিজেও খেলোয়াড় ছিলাম। আমাকে না বলে মুশফিক চলে যাবে- একথা শুনে দলের মালিক হিসেবে আমার খারাপ লেগেছিল। তাই আমি কথাগুলো বলেছিলাম। তবে এটা সত্য যে, ওকে কষ্ট দেওয়ার জন্য আমি বলিনি। ব্যাপারটা আমার কাছেও খারাপ লেগেছে। আমি আসলে দু:খিত।’

মুশফিকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ, দায়িত্বহীনতা ও দলের মধ্যে গ্রুপিংয়ের অভিযোগ এনে বরিশাল বুলসের অন্যতম মালিক ও বিসিবি পরিচালক আউয়াল চৌধুরী বলেছিলেন,‘ এবার আমরা মুশফিককে চাই না। কারণ তিনি কিছুটা এলোমেলো। তাছাড়া তিনি গত বছর আমাদের ফ্রাঞ্চাইজি নিয়ে বাজে মন্তব্য করেছিলেন। আমরা তা বোর্ডকে জানিয়েছিলামও। আগের বছর সিলেট রয়েলসের হয়ে একই কাণ্ড করেছেন তিনি। তার কাছ থেকে এমনটা আশা করা যায় না।’

এরপর আউয়াল চৌধুরীর বিরুদ্ধে বিসিবিতে নালিশ জানান মুশফিকুর রহীম। বিসিবির গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক তখন ভুলুর সমালোচনা করে বলেছিলেন,‘ মুশফিককে নিয়ে দায়িত্বজ্ঞানহীন বলায় বরিশাল বুলস মালিককে ক্ষমা চাইতে হবে।’

তবে আজ অনেকটা নরম সুরে কথা বললেন ইসমাইল হায়দার চৌধুরী,‘ একটা মন্তব্য নিয়ে ভুলু ভাইয়ের সঙ্গে মুশফিকের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। এতে মুশফিক কষ্ট পেয়েছিল। আমরা একটা চিঠি দিয়েছিলাম। আমাদের সেই চিঠির উত্তরও দিয়েছেন ভুলু ভাই। ব্যাপারটায় তিনি আন্তরিকভাবে দু:খিত। আসলে এটা সম্পূর্ণই ভুল বোঝাবুঝি।ভুলু ভাই আসলে কিছু না বুঝেই কথাগুলো বলে ফেলেছেন। মুশফিকও ব্যাপারটা স্পোর্টিংলি নিয়েছেন। বিষয়টি নিস্পত্তি হয়ে গেছে।’

প্রসঙ্গত গত বছর মুশফিকের দল ছিল বরিশাল বুলস। তারকা সমৃদ্ধ দল নিয়েও শেষচারে যেতে পারেনি মুশফিকের দল। এবার বুলস ছেড়ে রাজশাহীতে নাম লিখিয়েছেন মুশফিক।

(ঢাকাটাইমস/২৬জুলাই/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :