টেলিটক নিজের পায়ে দাঁড়াবে: তারানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০১৭, ২৩:০৮

রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক ‘মার্জ’ একীভূত করার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, ‘টেলিটকে আমরা বিনিয়োগ করছি। টেলিটকের জন্য সরকার ৬৭০ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে। সে টাকাটা ছাড় পেলে টেলিটক নিজের পায়ে দাঁড়াবে। আপাতত টেলিটককে একীভূত করার কোনো পরিকল্পনা নেই।’

শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের হাতে আনুষ্ঠানিকভাবে একীভূত কোম্পানির লাইসেন্স তুলে দেয়ার অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তারানা হালিম।

একীভূত কোম্পানির লাইসেন্স হাতে পাওয়ার পর রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘রবির লক্ষ্য পরবর্তী প্রজন্মের ডিজিটাল কোম্পানিতে রূপান্তরিত হওয়া। এয়ারটেলের সঙ্গে সফলভাবে একীভূত হওয়ার পর আমাদের সে প্রত্যয় আরও দৃঢ় হয়েছে। আমাদের নেটওয়ার্কের আওতায় একই সঙ্গে রবি ও এয়ারটেল উভয় গ্রাহকদের সেবা দেয়ার সুযোগ পেয়ে আমরা আনন্দিত।’ রবি -এয়ারটেল সমন্বয়ের ফলে আন-নেট কল সুবিধা এবং এয়ারটেলর গ্রাহকদের বিস্তৃত নেটওয়ার্কের আওতায় আওতায় এসেছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদও বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/২৯জুলাই/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :