ওজিদের সঙ্গে ম্যাচ ‘সুযোগ’ হিসেবে দেখছেন মুশি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ আগস্ট ২০১৭, ১৫:০৪
ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটে ১২ বছর হয়ে গেছে কিন্তু এখনও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলা হয়নি টাইগার অধিনায়ক মুশফিকুর রহিমের। এবার ওজিদের বিপক্ষে জিতে সেই শূন্যতা পূর্ণ করতে চান মুশি।

‘সবার সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে। শুধু অস্ট্রেলিয়া বাকি। এবার তারা আসবে মনে হচ্ছে। সবার জন্য এটা বড় সুযোগ। আমি খুবই রোমাঞ্চিত। একমাত্র মাশরাফী ভাই ছাড়া কারো অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হয়নি। আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি।’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্পের তৃতীয়দিন গণমাধ্যমের সঙ্গে এসব কথা বলেন মুশফিক।

‘অস্ট্রেলিয়া বড় দল। তারা শুধু হোম সিরিজে নয়, উপমহাদেশেও বেশ ভালো খেলে। এ রকম একটি প্রফেশনাল দলের বিপক্ষে ভালো খেলার জন্য সবার একটি লক্ষ্য থাকে। তবে আমি সব টিমের বিপক্ষেই একই লক্ষ্য নিয়ে মাঠে নামি। আমাকে ভালো করতে হবে হোক সেটা জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া।’ মন্তব্য মুশফিকের।

সবকিছু ঠিকঠাক থাকলে ১৮ আগস্ট বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া দল। এরপর ২২-২৪ আগস্ট ফতুল্লা কিংবা বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৭-৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এরপর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

(ঢাকাটাইমস/০৭আগস্ট/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :