ভারমুক্ত হলেন পাঁচ সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০১৭, ১৯:০২

ভারপ্রাপ্ত সচিব ও ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের পদোন্নতি দিয়ে স্ব স্ব মন্ত্রণালয়ে সচিব হিসেবে পদায়ন করে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব সৈয়দা ফারহানা কাউনাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) বেগম শিরীন আখতার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আসাদুল ইসলাম, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আই.এম.ই.ডি) ভারপ্রাপ্ত সচিব মফিজুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইব্রাহীম হোসেন খান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব সবীর কিশোর চৌধুরীকে সচিব হিসেবে পদোন্নতি দিতে রেওয়াজ অনুযায়ী তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়।

আরেক প্রজ্ঞাপনে এই পাঁচ কর্মকর্তার মধ্যে চারজনকে স্ব স্ব মন্ত্রণালয় ও বিভাগে সচিব হিসেবে পদায়ন করা হয়। আর বেগম শিরীন আখতারকে সচিব পদমর্যাদায় বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ডের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়।

ঢাকাটাইমস/১৩আগস্ট/এমএম/এমআর

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :