সিপিএলে সাকিবহীন জ্যামাইকার জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ০৮:৫৪ | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৭, ০৮:৪৩

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গতকালের একমাত্র ম্যাচে সেইন্ট লুসিয়া স্টার্সকে পাঁচ ‍উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াশ। কিন্তু ম্যাচটিতে খেলেননি সাকিব। চার ম্যাচ খেলে তিনটিতে জিতে এখন পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে আছে জ্যামাইকা। আর ছয় ম্যাচ খেলে সব ক’টিতে হেরে পয়েন্ট তালিকায় সবার নিচে রয়েছে ড্যারেন স্যামির দল সেইন্ট লুসিয়া স্টার্স।

বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে সেইন্ট লুসিয়া স্টার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করে অপরাজিত থাকেন আন্দ্রে ফ্লেচার। জ্যামাইকা তালাওয়াশের পক্ষে মোহাম্মদ সামি ৩টি, কেজরিক উইলিয়ামস ২টি, রভম্যান পাওয়েল ২টি করে উইকেট নেন।

এরপর জ্যামাইকা তালাওয়াশ ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করে অপরাজিত থাকেন আন্দ্রে ম্যাকার্থি। সেইন্ট লুসিয়ার পক্ষে মিচেল ম্যাকক্লেনাঘান ১টি, শেন শিলিংফোর্ড ১টি, টিমিল প্যাটেল ১টি ও মারলন স্যামুয়েলস ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন আন্দ্রে ম্যাকার্থি।

সংক্ষিপ্ত স্কোর

ফল: পাঁচ উইকেটে জয়ী জ্যামাইকা তালাওয়াশ

সেইন্ট লুসিয়া স্টার্স ইনিংস: ১৭৩/৭ (২০ ওভার)

(জনসন চার্লস ১৩, আন্দ্রে ফ্লেচার ৮৪*, শেন ওয়াটসন ১, মারলন স্যামুয়েলস ৫৪, ড্যারেন স্যামি ৩, কাইল মায়ার্স ১, জেসি রাইডার ১০, শেন শিলিংফোর্ড ০, জেরোম টেইলর ০*; ইমাদ ওয়াসিম ০/৫, মোহাম্মদ সামি ৩/২৭, কেজরিক উইলিয়ামস ২/৩৭, ওডিন স্মিথ ০/৪০, গ্যারি মাথুরিন ০/২৫, রভম্যান পাওয়েল ২/৩৬)।

জ্যামাইকা তালাওয়াশ ইনিংস: ১৭৯/৫ (১৯.৪ ওভার)

(লেন্ডল সিমন্স ১৭, গ্লেন ফিলিপস ৩২, আন্দ্রে ম্যাকার্থি ৬১*, কুমার সাঙ্গাকারা ১৩, রভম্যান পাওয়েল ৬, জনাথন ফু ২২, ইমাদ ওয়াসিম ১৮*, কাইল মায়ার্স ০/৩৭, জেরোম টেইলর ০/৩১, মিচেল ম্যাকক্লেনাঘান ১/৩৯, শেন শিলিংফোর্ড ১/২১, টিমিল প্যাটেল ১/৩০, মারলন স্যামুয়েলস ১/১৯)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: আন্দ্রে ম্যাকার্থি (জ্যামাইকা তালাওয়াশ)

(ঢাকাটাইমস/১৬ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :