হুয়াওয়ের দুই সেলফি ক্যামেরার ফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযু্ক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫৫

হুয়াওয়ের বড় ডিসপ্লের একটি ফোনের তথ্য ফাঁস হয়েছে। হুয়াওয়ে আরএনই-এএল০০ কোডনেমে ফোনটি তৈরি হচ্ছে। সম্প্রতি ফোনটি চীনের সার্টিফিকেশন অথোরিটি টিইএনএএ-এর ছাড়পত্র সংগ্রহ করেছে। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে চারটি ক্যামেরা ব্যবহৃত হচ্ছে। দুটি রিয়ারে, দুটি ফ্রন্টে।

ফোনটিতে আছে ৫.৯৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২৬১০x১০৮০ পিক্সেল। এই ফোনটির ডিসপ্লে হবে বেজেললেস। এর আগে হুয়াওয়ে বেজেললেস ডিসপ্লের কোন ফোন বাজারে আসেনি।

হুয়াওয়ের ফ্লাগশিপ এই ডিভাইসটিতে অক্টাকোর কোয়ালকম কিরিন ৬৫৯ প্রসেসর ও ৪ জিবি র‌্যাম ব্যবহার করা হবে। এর বিল্টইন মেমোরি ৬৪ জিবির। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।

অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ১৬ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ব্যবহৃত হবে। ফ্রন্ট ক্যামেরা হবে দুইটি। একটি ১৩ অন্যটি ২ মেগাপিক্সেলের।

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত ফোনটিতে ৩২৪৯ মেগাপিক্সেলের ব্যাটারি ব্যাকআপ রয়েছে।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :