‘মানুষের সেবার মাঝেই প্রকৃত আনন্দ’

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ২২:১০

‘পোশাকধারী কোন মানুষ যদি কারো বিপদে পাশে এসে সহযোগিতা করে তাহলে সে বন্ধু না হয়ে পারে না মানুষের বিপদে প্রকৃত বন্ধু পুলিশ। মানুষের সেবার মাঝেই প্রকৃত আনন্দ।’

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জামালগঞ্জ থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট রেঞ্চ’র উপ-মহাপুলিশ পরিদর্শক মো: নজরুল ইসলাম বলেন, জনগনের সেবার মহানব্রত নিয়েই পুলিশ বাহিনী দেশের আইনশৃঙ্খলার কাজ করে যাচ্ছে। পোশাকধারী ব্যক্তি যদি কারো কাছে হাত পাতে, তার প্রতি জনগনের সম্মানবোধ থাকে না। পুলিশকে সহায়তার করার জন্যই জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি পুলিশিং চালু করা হয়েছে।

জামালগঞ্জকে মাদকমুক্ত উপজেলা গড়তে তিনি বলেন, যুব-ছাত্র সমাজকে মাদকাসক্ত থেকে বিরত রাখতে অভিভাবকদের সচেতন থাকতে হবে।

উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি করুনা সিন্ধু তালুকদারের সভাপতিত্বে ও জামালগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান সিদ্দিকী এর সঞ্চালনায় এ সভা হয়।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :