লক্ষ্মীপুরে কমতে শুরু করেছে চালের দাম

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫৩

সারাদেশের মতো লক্ষ্মীপুরেও চালের বাজারে অস্থিরতা রয়েছে। তবে গত দুই দিন ধরে চালের দাম কমতে শুরু করছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিক্রেতারা বলছেন, বাজার মনিটরিং ব্যবস্থা কার্যক্রর থাকলে চালের দাম আরও কমবে। প্রতি বস্তা চালের দাম গড়ে ১০০ টাকা কমছে। এর আগে প্রতি বস্তা চালের দাম গড়ে বাড়ছে ৪/৫ শ টাকা করে।

তবে ক্রেতারা বলছেন, খুচরা বাজারে চালের দাম আগের মতো রয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ চাল কিনতে গিয়ে পড়ছেন চরম বিপাকে। তাদের দাবি, সারাদিন কাজ করে যে পারিশ্রামিক পাওয়া যায়. তা দিয়ে দুই কেজি চাল কিনলে অন্য কিছু নেয়া যায় না।

এদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান বলছেন, কোনো ব্যবসাযী বিধিবহির্ভূতভাবে চাল মজুদ রাখলে বা দাম বৃদ্ধি করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বাজার মনিটরিং করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :