মুমিনুলের জন্য লিটনের ‘মন খারাপ’

নিউজিল্যান্ডের আম্পায়ার ক্রিস গ্যাফানির ভুলে শূন্য রানের ফিরতে হলো মুমিনুল হককে। ৪২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হাওয়া। রানের খাতা খোলার আগেই তামিম ইকবাল বিদায় নিলেন। এরপরেই মুমিনুল। কিন্তু আউট কী হয়েছিলেন মুমিনুল? উত্তর না। টিভি রিপ্লেতে পরিষ্কারভাবে ধরা পড়ল সেই দৃশ্য।
উইকেটের বাহির থেকে বাঁক খেয়ে বল লেগ স্টাম্প মিস করেছে। কিন্তু আবেদন পেয়ে আম্পায়ার ক্রিস গ্যাফানি আর বেশি ভাবেননি। সোজা আঙ্গুল তুলে দিলেন। প্রথম ইনিংসে সর্বোচ্চ ৭৭ রান করা মুমিনুল দ্বিতীয় ইনিংসে ফিরলেন খালি হাতেই। মানতে পারছেন না লিটন দাস। ‘আফসোস তো একটু আছেই। পরে দেখে মনে হয়েছে রিভিউ নিলে ভালো হতো আমাদের জন্য। (লেগ স্টাম্প) মিসিং ছিল। আউটটা ছিলই না। আসলে এমনটা মেনে নেয়া যায় না।’
‘প্রোটিয়ারা ইনিংস ঘোষণার সময় আকাশে একটু মেঘ ছিল। এ ধরনের কন্ডিশন বল শুরুতে একটু মুভমেন্ট করে। আমাদের পরিকল্পনা ছিল স্বাভাবিক খেলা। উইকেট পড়তেই পারে। সেটা নিয়ে চিন্তিত ছিলাম না। পঞ্চম দিনে আসলে তিনশ-সাড়ে তিনশ রান তাড়া করে জেতা যায় না। আমাদের তিন উইকেটও চলে গেছে। চেষ্টা করব ভালো কিছু করতে। এখনো ব্যাকফুটে যাইনি আমরা। কালকে (আজকে) যদি ভালো দুই একটা জুটি হয় হয়তো কিছু হতে পারে।’ মন্তব্য লিটনের।
এদিকে লিটনের উইকেটকিপিংয়ে মুগ্ধ হয়েছেন বাভুমা। বাভুমার ব্যাট ছুঁয়ে আসা বলটা দারুণভাবে লুফে নেন লিটন। নিজের আউট নিয়েই লিটনের প্রশংসা করলেন বাভুমা। ‘এভাবে কখনও আউট হইনি। আমি এমন একটা শট খেলেছি, যেটা প্রচুর খেলি। আমি মনে করি, কিপার ক্যাচটা নিতে বিশেষ কিছু করেছে।’
উত্তর দিয়েছেন লিটনও। ‘আমি কিপিং সব সময়ই উপভোগ করি। কখনো মিস হয়ে যায়, কখনো ভালো কিছু হয়। এটা খেলারই অংশ। তবে ভালো ক্যাচ নিতে পারলে অবশ্যই ভালো লাগে।’
উল্লেখ্য, চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪৯ রান। দক্ষিণ আফ্রিকার চেয়ে এখনো ৩৭৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।
(ঢাকাটাইমস/০২অক্টোবর/জেইউএম)

মন্তব্য করুন