ব্যক্তিগত প্রশ্ন করলেই মারবো: ঋষি

বলিউডের সবচেয়ে রগচটা অভিনেতা ঋষি কাপুর। যেটা ইতিমধ্যেই জানা হয়ে গেছে বলিউডের অন্যান্য অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে অনেক রাজনৈতিক নেতাদেরও। কথা আর কাজ পছন্দ না হলে যিনি কাউকেই ছেড়ে কথা বলেন না। কখনো টুইট করে কখনো বা মাইক্রোফোন হাতে নিয়ে অন্যের ওপর ক্ষোভ ঝাড়েন প্রবীণ এ অভিনেতা। এবার তার সেই তোপের মুখে পড়লেন সাংবাদিকরাও।
টাইমস অব ইন্ডিয়ার খবর বলছে, সম্প্রতি মুম্বাইতে একটি অনুষ্ঠানে অতিথি হয়ে যান ঋষি কাপুর। সেখানে সাংবাদিকরা ব্যক্তিগত কোন একটা বিষয় নিয়ে অভিনেতাকে প্রশ্ন করলে ক্ষেপে যান তিনি। সাংবাদিকদের তিনি বলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে যে-ই প্রশ্ন করবে তাকেই মারবো। আমি এখানে অতিথি হয়ে এসেছি। সুতরাং এই অনুষ্ঠান বিষয়ে প্রশ্ন করলেই উত্তর দেবো। ব্যক্তিগত জীবন নিয়ে কোনও প্রশ্ন শুনতে চাই না।’
অভিনেতার এমন ব্যবহারে মর্মাহত হন উপস্থিত সাংবাদিকরা। ‘ব্যক্তিগত প্রশ্ন করলেই মারা হবে’- অভিনেতার এমন হুমকির মুহূর্তকে ছবি তুলে এবং ভিডিও করে ক্যামেরাবন্দি করে রাখেন তারা।
ঢাকাটাইমস/৫অক্টোবর/এএইচ

মন্তব্য করুন