রোহিঙ্গা পুশইনের চেষ্টা বিএসএফের, সতর্ক বিজিবি

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৭, ১৯:০৯

যশোরের বেনাপোলের পুটখালি সীমান্তের ওপারে শনিবার অর্ধশত রোহিঙ্গ নারী-শিশুকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা চালাচ্ছে বিএসএফ। সকাল থেকে ভারতীয় আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যসরা তাদের বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করছেন। তবে এপারের বিজিবির বাধায় বিএসএফের এই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, গত দুই দিন ধরে সীমান্তের ইসমাতি নদীর ওপারে এনে জড়ো করা হয়েছে শতশত রোহিঙ্গা। বিএসএফ তাদের বাংলাদেশে কয়েক দফা পুশইনের চেষ্টা করলেও বিজিবির কড়া টহলের কারণে আসতে পারেনি রোহিঙ্গারা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, সীমান্ত এলাকায় পূর্বের তুলনায় টহল জোরদার করা হয়েছে। সর্বোচ্চ সতর্কতাবস্থায় রাখা হয়েছে বিজিবিকে।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :