ফরিদপুরে ১৬ দিনে ১৭৪ জেলের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি (এই সময়), ফরিদপুর
 | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৭, ১৮:০৩

ফরিদপুরে সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইলিশ মাছ ধরায় ১৭৪ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত ১৬ অক্টোবর পর্যন্ত ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ ও পদ্মা নদীতে মোট ১৯২টি অভিযান চালানো হয়।

গত ১ অক্টোবর থেকে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবে ২১ দিন পর্যন্ত নদী থেকে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ফরিদপুরের আড়িয়াল খাঁ ও পদ্মা নদী থেকে ইলিশ মাছ শিকার করায় জেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রামম্যাণ আদালত পরিচালনা করা হয়।

মোট ১৯২টি অভিযান চালানো হলেও ৭১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ১৯৭টি মামলা করা হয়েছে।

অভিযানকালে জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ২৩ জেলেকে ৮০ হাজার একশ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে মোট ৬৭ মণ পাঁচ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। উদ্ধার মাছগুলো বিভিন্ন এতিমখানা ও অনাথ আশ্রমে বিতরণ করা হয়।

অভিযানকালে ৩৬ লাখ ৫৮ হাজার তিনশ মিটার জাল জব্দ করা হয়। ওই সব জাল আদালতের নির্দেশে পুড়িয়ে ফেলা হয়।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ সাইফুল হাসান বলেন, ইলিশ নিধনের আমরা তথ্য পেলেই সেখানে অভিযান চালাচ্ছি। সব জায়গায় কম-বেশি হচ্ছে। কিন্তু আমরা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে যাচ্ছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে নিষেধাজ্ঞার শেষ দিন পর্যন্ত।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এসবি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :