আগামী বছর ফুটবলে ক্যারিয়ার শুরু করবেন বোল্ট

অনলাইন ডেস্ক
| আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৪:৫৫ | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৭, ১০:৪৭

আগামী বছর ফুটবলে ক্যারিয়ার শুরু করতে চান জ্যামাইকার সাবেক স্প্রিন্টার উসাইন বোল্ট। ইতোমধ্যে অনেক ক্লাবই নাকি তার সঙ্গে কথা বলেছে। উসাইন বোল্ট বলেছেন, ‘দুর্ভাগ্যবশত গত আগস্টে আমি হ্যামস্ট্রিং ইনজুরি পেয়েছিলাম। তারপর থেকে কোনও অনুশীলন করতে পারিনি। আশা করি, ২০১৮ সালে আমি কিছু ফুটবল ম্যাচ খেলতে পারব’।

উসাইন বোল্ট একজন জীবন্ত কিংবদন্তি। পুরো বিশ্বে জনপ্রিয়তা রয়েছে তারা। ট্রাক থেকে বিদায় নিয়েছেন অলিম্পিকে আটটি ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ১১টি স্বর্ণ জয়ের পর।

ক্লাব ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক উসাইন বোল্ট। গত আগস্টেই তিনি জানিয়েছিলেন যে, তিনি ফুটবলে ক্যারিয়ার শুরু করতে চান। ৩১ বছর বয়সী জ্যামাইকান তারকা উসাইন বোল্ট বলেছিলেন, ‘হ্যাঁ, এখন আমি ফুটবল খেলতে চাই। আমি ট্র্যাক ও ফিল্ড থেকে অবসর নিয়েছি’।

(ঢাকাটাইমস/২১ অক্টোবর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :