কুড়িগ্রামের যে স্কুলে শতভাগ ফেল

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৪, ২৩:১৯
অ- অ+

দিনাজপুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফলে বোর্ডের অধীন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা পূর্ব সুখ্যাতি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী ফেল করেছে।

রবিবার সকাল ১১টায় ফল প্রকাশিত হয়।

বিদ্যালয়টি থেকে এবার জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। কিন্তু সকলেই অকৃতকার্য হয়েছে।

বিদ্যালয়টির সহকারী শিক্ষক আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে ২০০২ সালে প্রতিষ্ঠার পর ২০১০ সালে জুনিয়র পর্যায়ে অষ্টম শ্রেণি পর্যন্ত এমপিওভুক্ত হয় প্রতিষ্ঠানটি। এরপর ২০১২ সালের পর থেকে নবম দশম শ্রেণির পাঠদান পরীক্ষামূলকভাবে চালু করে প্রতিষ্ঠানটি। গত বছরে (২০২৩) এসএসসি পরীক্ষায় জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জন পাশ করে। কিন্তু চলতি বছরের এসএসসি পরীক্ষায় ৫জন অংশ নিয়ে কেউ পাশ করতে পারেনি।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ২০৬ জন শিক্ষার্থীর বিপরীতে প্রধান শিক্ষকসহ জন শিক্ষক রয়েছেন।

সহকারী শিক্ষক আব্দুল ওহাব বলেন, শিক্ষার্থীদের বাল্যবিবাহ প্রবণতা এবং করোনার কারণে স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরিয়ে আনতে বেগ পেতে হচ্ছে। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে যাতে এমনটা না হয় সে জন্য আমরা সচেতন থাকবো।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম শতভাগ ফেলের বিষয়ে বলেন, এসব স্কুলের বেতন বন্ধ হওয়া দরকার। প্রধান শিক্ষকরা নিজেদের মতো করে প্রতিষ্ঠান চালায়। করোনাকাল শেষ হওয়ার বছর পরেও এসে করোনার দোহাই দেয়াটা অযৌক্তিক।

(ঢাকাটাইমস/১২মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর 
যুব মহিলা লীগের নেত্রী রিতা খান গ্রেপ্তার
সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী গ্রেপ্তার, কী মামলা যুব মহিলা লীগের এই নেত্রীর বিরুদ্ধে?
সাতক্ষীরা আ.লীগের ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা