করদাতাদের অভূতপূর্ব সাড়া, বাড়ছে সেবার পরিধি

জহির রায়হান, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ২২:৫৫ | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৭, ২১:১১

এবারের সপ্তাহব্যাপী আয়কর মেলায় অভূতপূর্ব সাড়া মিলেছে। করদাতাদের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা। করদাতাদের স্বতস্ফূর্ত এই উপস্থিতি দেশের অর্থনীতির চাকাকে গতিশীল করবে বলে মনে করছেন তারা। এজন্য আরও সহজে কীভাবে কর আদায় করতে পারেন নাগরিকরা এ ব্যাপারে ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড। কর প্রদানের ক্ষেত্রে সেবার পরিধি আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকারি প্রতিষ্ঠানটি।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজীবুর রহমান রাজধানীর আগারগাঁওয়ে আয়কর মেলা প্রাঙ্গণে ঢাকাটাইমসের সঙ্গে আলাপকালে জানান এই ভাবনার কথা।

সোমবার সন্ধ্যা সাতটা দিকে এনবিআর চেয়ারম্যান ঢাকাটাইমসকে বলেন, ‘আজকে রেকর্ড পরিমাণ করদাতা এসেছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আজ রাত দশটা পর্যন্ত মেলা চলবে। যতক্ষণ না সেবা প্রদান শেষ হবে ততক্ষণ আমরা সেবা দেব। আমরা ৯ নভেম্বর থেকে মেলাকে বিকেন্দ্রীকরণ করবো। সব কর অঞ্চলে এই মেলাতে করদাতারা যে সেবা পাচ্ছে সেই সেবা পাবেন। উৎসবমুখর পরিবেশে সেখানে বিভিন্ন সেবা দেয়া হবে।’

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমি মনে করি নভেম্বর মাস পুরোটাই কর প্রদানের উৎসব। ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আমরা আয়কর সপ্তাহ পালন করবো। সেই সময় আরও বিভিন্ন অনুষ্ঠানিকতা হবে। ৩০ নভেম্বর হলো জাতীয় আয়কর দিবস। সে দিবসে আমরা আরও সেবার মান বাড়াবো।’

মেলার প্রতি করদাতাদের আগ্রহ বেডেছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা ২০১৫ সালে ঢাকা অফিসার্স ক্লাবে মেলা করেছিলাম। সেখানে দেখেছি আমাদের করদাতাদের ভিড়। এজন্য আমরা বড় পরিসর খুঁজছিলাম। ২০১৬ সাল থেকে আমরা আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে এলাম। দেখলাম করদাতাদের সাড়া বেড়েই চলছে। আমাদের সহকর্মীরা সেবার মানও বাড়িয়েছেন। এবার আমরা মেলার জায়গা দ্বিগুণ করি। কিন্তু মনে হচ্ছে এই জায়গায়ও হবে না। পরিধি আরও বাড়াতে হবে।’

ভবনের কাজ সম্পন্ন হলে আরও ভালো পরিবেশে তৈরি হবে জানিয়ে নজিবুর রহমান বলেন, ‘প্রতিটি তলাতেই মেলার পরিবেশ করবো। পরিকল্পনা মন্ত্রণালয়ও এ ব্যাপারে কাজ করছে।’

এবার নতুন ইনকাম ট্যাক্স কার্ড প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘নতুন যে ইনকাম ট্যাক্স কার্ড দেয়া হচ্ছে এটা আমাদের সম্মানিত করদাতাদের স্বীকৃতি দেয়া। এতে তারা খুব উৎসাহিত হচ্ছেন। তারা যে অংশীদার সেটা তারা বুঝতে পারছেন। প্রতিদিনই সন্মানিত করদাতাদের ভিড় বাড়ছে।’

নজিবুর রহমান বলেন, ‘মেলার প্রথম তিন দিন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সেবা দিয়েছি আমরা। এরপরে করদাতাদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে রাত আটটা পর্যন্ত সময়সীমা বাড়িয়ে দিই। আজকে রেকর্ড পরিমাণ করদাতা এসেছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি রাত দশটা পর্যন্ত মেলা চলবে। যতক্ষণ না সেবা প্রদান শেষ হবে ততক্ষণ আমরা সেবা দিয়েই যাবো।’

২৪ নভেম্বর শুরু হওয়া আয়কর সপ্তাহে এনবিআরের প্রতিটি অফিস সুসজ্জিত থাকবে জানিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, ‘এনবিআরের যারা সহায়ক কর্মকর্তা আছেন তারা তাদের ইউনিফর্ম পরবেন। আমরা উদ্ভাবনের মধ্যে দিয়ে চলছি। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো।’

মিডিয়াকর্মীদের ‘এনবিআর মিডিয়া অ্যাওয়ার্ড’ দেয়া হবে জানিয়ে নজিবুর রহমান বলেন, ‘মিডিয়ায় যারা সক্রিয় তাদের জন্য আমরা এনবিআর মিডিয়া অ্যাওয়ার্ড প্রবর্তন করছি। নাম যাচাই বাছাই চলছে, এগুলো চূড়ান্ত করা হচ্ছে। আমরা প্রিন্ট মিডিয়ার চারজন, ইলেট্রনিক মিডিয়ার তিনজন, অনলাইন মিডিয়ার তিনজন এবং নারী ক্যাটাগরিতে যারা ভালো ভূমিকা পালন করছেন তাদের সন্মানিত করবো।’

নজিবুর রহমান বলেন, ‘যেসব পরিবার দীর্ঘদিন ধরে আয়কর দিচ্ছে তাদের মাননীয় অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ‘কর বাহাদুর’ পুরস্কারে আমরা সম্মানিত করবো। নভেম্বরের ৮ তারিখে ঢাকাতে তাদের সম্মানিত করা হবে। সেদিন সারাদেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। সব মিলিয়ে নভেম্বর মাসটা হচ্ছে রাজস্ব প্রদানের মাস, উৎসবের মাস।’

‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’ স্লোগান নিয়ে ১ নভেম্বর থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। শুরু থেকেই মেলায় নারী-পুরুষ নির্বিশেষ সাধারণ করদাতারা স্বতঃস্ফূর্তভাবে আয়কর রিটার্ন দাখিল করছেন।

এনবিআর থেকে জানানো হয়, এবার আয়কর মেলায় পঞ্চম দিন পর্যন্ত সারাদেশে আয়কর আহরণ হয়েছে প্রায় এক হাজার ৫৭৩ কোটি টাকা। যা গত বছর একই সময় মেলায় ছিল এক হাজার ৪১৭ কোটি টাকা।

এনবিআরের তথ্য মতে, এবার ঢাকাসহ দেশের ৫৬টি জেলা শহর, ৩৪টি উপজেলা, ৭১টি উপজেলায় (ভ্রাম্যমাণ) আয়কর মেলা শুরু হয়। আগামীকাল শেষ হবে সপ্তাহব্যাপী এই মেলা।

(ঢাকাটাইমস/০৬নভেম্বর/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

বে গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি শামসুর রহমান মারা গেছেন

দেশে রিজার্ভ কমে এক দশকের মধ্যে সর্বনিম্ন

হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথ উদ্বোধন 

ঢাকার আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ব্যাংকের বুথ উদ্বোধন

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংক ও মেডর‌্যাবিটস হেলথকেয়ারের চুক্তি স্বাক্ষর

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন বিষয়ক প্রশিক্ষণ 

ডাক বিভাগকে সাড়ে ৫ কোটি টাকা রাজস্ব দিল নগদ

সোনালী ব্যাংকের সঙ্গে স্বেচ্ছায় একীভূত হচ্ছে বিডিবিএল

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল মঙ্গলবার শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :