সেরা লেখক বাছাইয়ে সদস্যদের কাছে বই চেয়েছে ডিআরইউ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৭, ১৬:৪২

অন্য বছরের ধারাবাহিকতায় এবারও সেরা সদস্য লেখক বাছাই করে সম্মাননা দেবে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এজন্য সদস্যদের কাছে বই আহ্বান করেছে সংগঠনটি।

বুধবার ডিআরইউর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের মধ্যে অনেকেই লেখালেখির সঙ্গে জড়িত। অনেক সদস্যের সৃজনশীল এবং মননশীল লেখা বই আকারে প্রকাশিত ও আলোচিত হয়েছে। এই সৃজনশীল কাজে উৎসাহ বাড়াতে গত কয়েক বছর ধরে লেখক সদস্যদের সংবর্ধনা দিয়ে আসছে ডিআরইউ। এরই ধারাবাহিকতায় এ বছরও সদস্য লেখক সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কার্যনির্বাহী কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত সময়কালে সদস্যদের প্রকাশিত বই (উপন্যাস, ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, গবেষণাকর্ম ও সাংবাদিকতা বিষয়ক) সম্মাননার জন্য আহ্বান করা হচ্ছে।

আগ্রহী সদস্যদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে উল্লিখিত সময়কালে প্রকাশিত একটি বইয়ের তিন কপি ডিআরইউ কার্যালয়ে জমা দেয়ার অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/০৮নভেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :