বেনামি চিঠিতে জাবি উপাচার্যকে হুমকি

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৬:৪৫ | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৭, ১৬:৪৪

প্রশাসনিক পদে রদবদলের দাবি জানিয়ে একটি বেনামি চিঠির মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে হুমকি দেয়া হয়েছে। গত বুধবার উপাচার্যের সচিব মো. আমজাদ হোসেন এই বেনামি চিঠি পান। এ ঘটনায় শুক্রবার সকালে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।

রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও প্রক্টর তপন কুমার সাহা ঢাকাটাইমসকে বলেন, ‘একটি টাইপ করা উড়ো চিঠির মাধ্যমে আগামী ৫ থেকে ৯ তারিখের মধ্যে প্রশাসনে রদবদল করার কথা বলা হয়েছে। না করলে বোমা মেরে রেজিস্ট্রার ভবন উড়িয়ে দেয়া হবে। এর পরিপ্রেক্ষিতে আশুলিয়া থানায় জিডি করা হয়।’

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ঢাকাটাইমসকে বলেন, ‘আজ সকালেই চিঠিটি হাতে পেয়েছি। সেখানে লেখা আছে, আপনার প্রশাসনিক কার্যক্রম মোটেই সুবিধাজনক না। আপনার কার্যক্রমে আমাদের সংগঠন খুশি না। ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে যদি প্রশাসনকে ঢেলে না সাজান, তাহলে নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন বোমা মেরে ধ্বংস করা হবে। পুরো প্রশাসনিক ভবন আমাদের নজরে রয়েছে। আপনার অগোচরেই টাইম বোমা ফিট করা হয়েছে।’

এ বিষয়ে কাকে সন্দেহ করছেন এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আতঙ্কিত নই। তবে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনকে সামনে রেখে সন্দেহ করার মতো কিছু ব্যাপার আছেও। আমরা পুলিশকে জানানোর পর তারা ভবন দুটি তল্লাশি করার কথা জানিয়েছে। সেইসাথে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

(ঢাকাটাইমস/১০নভেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত

পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

যুক্তরাজ্য গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে সীতেশ বাছার

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

মাদরাসা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে দ্বিগুণের বেশি

ক্যাম্পাস চালুর দাবি, কুবিতে প্রতীকী ক্লাস

এই বিভাগের সব খবর

শিরোনাম :