ডাকাতির প্রতিবাদে মানিকগঞ্জে স্বর্ণের দোকান বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১১:২৯ | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৭, ১১:২৭

মানিকগঞ্জে ফিল্মি স্টাইলে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানাচ্ছেন ব্যবসায়ীরা। এ ব্যপারে আনুষ্ঠানিক কোনো কর্মসূচি সংগঠনের পক্ষ থেকে দেয়া না হলেও পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত তাদের দোকানপাট বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের স্বর্ণকার পট্টির নাগ জুয়েলার্সে ফিল্মি স্টাইলে ডাকাতির এই ঘটনা ঘটে। অস্ত্রের মুখে কয়েকশ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে যায় ডাকাত দল। অস্ত্রধারী মুখোশ পরিহিত যুবকরা চলে যাওয়ার সময় বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে গাড়িতে করে পালিয়ে যায়। এ সময় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সিসি টিভির ক্যামেরায় দেখা গেছে, সশস্ত্র যুবকরা ফিল্মি স্টইলে রিভলবার উঁচিয়ে অতর্কিত দোকানে ঢোকে পড়ে। তাদের অনেকের পরনে ছিল মুখোশ। দোকান কর্মীদের মাথায় অস্ত্র ঠেকিয়ে তারা দ্রুত স্বর্ণালংকার ব্যাগে ঢোকাতে থাকে।

এসময় আশপাশের দোকানরা এই ডাকাতির ঘটনা সরাসরি দেখতে পান। তবে অস্ত্রের ভয়ে কেউ এগিয়ে আসেননি।

মানিকগঞ্জ স্বর্ণ ব্যবসায়ী সাধারণ সম্পাদক রগুনাথ রায় ঢাকাটাইমসকে জানান, আনুষ্ঠানিক ধর্মঘটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সংগঠনের সভাপতির সাথে কথা বলে পরবর্তী কর্মসূচি দেয়া হবে।

এদিকে পুলিশ সুপার মাহফুজুর রহমান বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ অভিযান চালালেও এখনো কাউকে আটক করতে পারেনি।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :