স্মিথের অনন্য রেকর্ড, জমে উঠেছে ব্রিসবেন টেস্ট

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০১৭, ১৬:৩৩

টেস্টে অসাধারণ রেকর্ডের মালিক হলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। ইংল্যান্ডের বিপক্ষে ব্রিসবেনে প্রথম টেস্টে করেছেন অপরাজিত ১৪১। টেস্টে এটা তার ২১ নম্বর সেঞ্চুরি। ১০৫ ইনিংস খেলে ২১ সেঞ্চুরির মালিক হয়েছেন স্মিথ। সেই সঙ্গে টেস্ট ইতিহাসে তৃতীয় দ্রুততম ২১টি সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। সবচেয়ে কম ইনিংস খেলে ২১ সেঞ্চুরি করার রেকর্ড ডন ব্রাড ম্যানের। মাত্র ৫৬ ইনিংসে ২১ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাবেক এ অজি কিংবদন্তি। ৯৮ ইনিংসে ২১ সেঞ্চুরি করেন ভারতের সুনীল গাভাস্কার।

ব্রিসবেনে অপরাজিত ১৪১ রান করার ফলে তার টেস্ট গড় দাঁড়িয়েছেন এখন ৬১.২। কমপক্ষে ১০০ ইনিংস খেলেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে স্মিথের ব্যাটিং গড়ই এখন সবচেয়ে বেশি।গ্যারি সোবার্সের গড় ৬০.১। এরপর তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের গ্যারি হামোন্ড। তার ব্যাটিং গড় ৬০।

স্মিথ এ ম্যাচে সেঞ্চুরি করেন ২৬১ বলে। ২১ সেঞ্চুরির মধ্যে এটাই তার সবচেয়ে ধীর গতির সেঞ্চুরি। ভারতের বিপক্ষে ২২৭ বলে সেঞ্চুরি করেছিলেন স্মিথ। এতদিন ওটাই ছিল তার সবচেয়ে ধীরগতির টেস্ট সেঞ্চুরি।

অধিনায়কত্বের চাপ যে মোটেও তাকে পেয়ে বসে না তার প্রমাণ পরিসংখ্যানেই। অধিনায়ক হিসেবেই বেশি সেঞ্চুরি হাঁকিয়েছেন স্মিথ। অধিনায়ক হিসেবে সেঞ্চুরি এসেছে ১৩টি, ৪৮ ইনিংসে।

এদিকে অধিনায়ক স্মিথের ১৪১ রানর সুবাদে প্রথম ইনিংসে ৩২৮ রান তুলেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ইংল্যান্ড অল আউট হয়েছিল ৩০২ রানে। ফলে প্রথম ইনিংসে ২৪ রানে এগিয়ে থাকে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৩৩ রান তুলেছে ইংল্যান্ড। ফলে আপাতত ৭ রানে লিড নিয়েছে সফরকারীরা। সব মিলে দারুণ জমে উঠেছে ব্রিসবেন টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ৩০২

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৩০.৩ ওভারে ৩২৮/১০ (স্মিথ ১৪১*, মার্শ ৫১, পেইন ১৩, স্টার্ক ৬, কামিন্স ৪২, হেইজেলউড ৬, লায়ন ৯; অ্যান্ডারসন ২/৫০, ব্রড ৩/৪৯, মইন ২/৭৪, ওকস ১/৬৭, বল ১/৭৭, রুট ১/১০)।

ইংল্যান্ড ২য় ইনিংস: ১৬ ওভারে ৩৩/২ (কুক ৭, স্টোনম্যান ১৯*, ভিন্স ২, রুট ৫*; স্টার্ক ০/১৪, হেইজেলউড ২/১১, কামিন্স ০/১, লায়ন ০/৭)।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :