রাঙামাটিতে সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ১৪:৩৬ | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৭, ১৩:৩২

রাঙামাটির নানিয়াচর উপজেলার ১৮ মাইল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক সাবেক ইউপি সদস্য খুন হয়েছেন। নিহতের নাম অনাদি রঞ্জন চাকমা।

তিনি ১৮ মাইলের দজরপাড়ায় তার গ্রামের কুমুজ্জ্যা চাকমার ছেলে।

মঙ্গলবার সকালে দজরপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে ১০/১২ জনের একটি সশস্ত্র দল দজরপাড়ায় এলাকায় যায়। এ সময় গ্রামের নিজ বাড়ি থেকে একটু দূরে চায়ের দোকানে অবস্থান করছিলেন অনাদি। সন্ত্রাসীদের সামনে পড়লে খুব কাছ থেকে গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

নানিয়াচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। অনাতি পেটে ও রানে গুলিবিদ্ধ হয়েছেন।

এদিকে এই ঘটনার প্রতিবাদ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে রাঙামাটি-খাগড়াছড়ি জেলা সড়কে অবরোধ করছে ইউপিডিএফসহ সমর্থিত সংগঠনগুলো। পরে নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে দুপুরে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির সদস্য সচিব সেন্টু চাকমার পাঠানো বিজ্ঞপ্তিতে অনাদি রঞ্জনের মৃত্যুতে বৃহস্পতিবার রাঙামাটি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌ পথ অবরোধের ডাক দেয়া হয়।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :