ভবঘুরেদের খাওয়ানোর দায়িত্ব নিলেন সাংসদ জগলুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৭, ২০:১৫

এবার ভবঘুরে ব্যক্তিদের খাওয়ানোর দায়িত্ব নিলেন সাতক্ষীরা-৪ আসনের সরকার দলীয় সাংসদ এস এম জগলুল হায়দার। জেলার শ্যামনগরের ভবঘুরে মানুষের জন্য প্রতিদিন তিনি খাবার ব্যবস্থা করার কর্মসূচি হাতে নিয়েছেন।

রবিবার শ্যামনগর সদরে এক ভবঘুরের মুখে খাবার দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি উদ্বোধন করেছেন সাংসদ জগলুল হায়দার।

এ বিষয়ে এস এম জগলুল হায়দার ঢাকাটাইমসকে বলেন, আজ শ্যামনগর উপজেলার সব ভবঘুরে মানুষের খাবারের দায়িত্ব আমি নিলাম। তাদের সবাইকে প্রতিদিন তিনবেলা খাবার দেয়া হবে। শ্যামনগর ইউনিয়নে ফাতিমা জগলুল প্রতিবন্ধী বিদ্যালয় ক্যাম্পাসে প্রতিদিন ভবঘুরেদের খাবার দেয়া হবে।

সাংসদ জগলুল হায়দার বলেন, আমি সাম্য ও ভ্রাতৃত্বে বিশ্বাসী। অসহায় মানুষের জন্য আমি কিছু করতে চাই। এই জন্যই এই উদ্যোগ। আমি এরকম সব সময় মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই। এই ব্যতিক্রমী কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন শ্যামনগরের সাধারণ মানুষ ও সুশীল সমাজ।

শ্রমিকদের সঙ্গে মাটি কাটা, রমজানে গরিব মানুষের মাঝে ইফতার ও উন্নতমানের খাবার বিতরণ করার পাশাপশি ভবঘুরে লোককে নিজের ঈদের পাঞ্জাবি পরিয়ে দিয়ে এর আগে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন এমপি জগলুল। এমন কাজ করায় বেশ কিছুদিন তিনি সংবাদের শিরোনামও হন।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এমএম/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :