বেতন বৈষম্য নিয়ে পিরোজপুরে সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৯

বেতন বৈষম্য নিরসনের দাবিতে পিরোজপুরে সংবাদ সম্মেলন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ। আজ শুক্রবার পিরোজপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন শিক্ষক নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি সরদার মো. হুমায়ুন কবির দাবি করেন, প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের বেতন বর্তমান একাদশ গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করণের প্রস্তাব দেয়া হলেও প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন পূর্ব নির্ধারিত ১৩ ও ১৪ গ্রেডে বহাল রাখা হয়েছে। প্রধান শিক্ষকের পরের পদ সহকারী শিক্ষক হলেও তারা বেতন পাচ্ছেন তিন গ্রেড নিচে। এই বেতন বৈষম্য আদৌ গ্রহণ যোগ্য নয়। তাই প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের গ্রেড প্রধান শিক্ষকের পরেই নির্ধারণ করার দাবি জানান তিনি। শিক্ষকদের এ দাবি আগামী ২২ ডিসেম্বরের মধ্যে মেনে না নেয়া হলে তারা ২৩ ডিসেম্বর থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ নাছির উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক শেখ মো. রহমত আলী, সহ সভাপতি মো. সাইফুর রহমান, মো. রফিকুল ইসলাম রুমি, যুগ্ম সম্পাদক মো. সাইদুল হক মামুন, অর্থ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :