মুক্তির আগেই গ্যালাক্সি নোট নাইনের মূল্য ফাঁস

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৮, ১৫:২৩

৯ আগস্ট বাজারে আসছে স্যামসাংয়ের নতুন ফ্লাগশিপ নোট নাইন। মুক্তির আগেই ডিভাইসটির মূল্য অনলাইনে ফাঁস হয়েছে।

পোল্যান্ডের এক ওয়াবসাইট থেকে গ্যালাক্সি নোট নাইনের মূল্য জানা গেছে। ওই ওয়েবসাইট দাবি কছে স্যামসাং গ্যালাক্সি নোটের দাম হবে ৮০ হাজার টাকার কিছু বেশি।

৯ আগস্ট থেকে নোট নাইনের এর প্রি অর্ডার শুরু হবে। আর ২৪ আগস্ট থেকে ফোনটি বিক্রি শুরু করবে স্যাসমাং।

৯ আগস্ট কোম্পানির লঞ্চ ইভেন্টের একটি পোস্টার টুইটারে ফাঁস হয়েছে। এই পোস্টারে লেখা গ্যালাক্সি নোট নাইনকে 'নতুন সুপার পাওয়ার ফুল নোট’ বলে আক্ষ্যা দেওয়া হয়েছে।

এই পোস্টারে ছবিতে একটি নীল স্যামসাং গ্যালাক্সি নোট নাইনের একটি সোনালি এস পেন দেখা যাচ্ছে। নীল রঙের সঙ্গে ফোনটি বাদামি রঙেও অবমুক্ত করা হবে।

ফাঁস হয়ে যাওয়া এই পোস্টারে দেখা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট নাইন এ এস পেন রাখার জন্য একটি আলাদা স্লট থাকবে। এর সাথেই থাকবে মাইক্রোফোন, স্পিকার, ইউএসবি টাইচ সি পোর্ট এবং ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক।

ফোনটির ডিসপ্লের উপরিভাগে আছে ২.৫ ডি কার্ভড গ্লাস রয়েছে। গ্যালাক্সি নোট নাইনে থাকবে ডুয়েল রিয়ার ক্যামেরা, এলইডি ফ্লাশ ও হার্ট রেট সেন্সর। এর ডুয়াল ক্যামেরার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ব্যবহার করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা