বাঙালি নয়, বাংলাদেশি মুসলিমদের ‘তাড়াবে’ বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০১৮, ১৭:৩৪

‘আমরা বাংলাদেশি মুসলিমদেরকে তাড়াব, বাঙালিদের নয়’- পশ্চিমবঙ্গ বিজেপির একটি প্রচারপত্র ঝুলছে কলকাতায়। দলটির সভাপতি অমিত শাহের কলকাতা সফরের আগে আগে এই প্রচার চালিয়েছে পশ্চিমবঙ্গের প্রধান শহরটিতে।

আসামের নাগরিকত্বের তালিকার খসড়া থেকে ৪০ লাখ বাঙালির নাম বাদ যাওয়ার পর বিজেপিকে ‘বাঙালিবিরোধী সংগঠন’ আখ্যা দিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। আর এর প্রতিক্রিয়ায় এই প্রচার শুরু করে তারা।

তবে বিজেপির একজন জ্যেষ্ঠ নেতা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘আমরা বাঙালিদের বিরুদ্ধে নই, তবে অবৈধ অভিবাসনের বিরোধী। আমরা প্রতিবেশী দেশগুলো থেকে কেবল ধর্মীয় পরিচয়ের কারণে পালিয়ে আসতে বাধ্য হওয়া হিন্দুদের আশ্রয় দেব। তবে এই দেশে অবৈধভাবে বসবাসকারী কোনো মুসলমানকে আশ্রয় দিতে পারি না। কিন্তু বাংলায় ভুল বার্তা ছড়িয়েছে যে আমরা বুঝি বাঙালিদেরকে বের করে দিচ্ছি। আমরা পরিস্কারভাবে বলতে চাই, আমরা কেবল বাঙালি মুসলিমদেরকে বিতাড়িত করব।’

বিজেপির সূত্র বলছে, আসামের মতো পশ্চিমবঙ্গেও তারা নাগরিকত্বের এই নতুন তালিকা প্রকাশ করতে চায়। তবে যেহেতু এই অঞ্চলের মানুষরা এ বিষয়ে অনেকটাই সংবেদনশীল, তাই বিজেটি এ ক্ষেত্রে নমনীয় ভূমিকা নেবে। তারা আগে এই রাজ্যে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায়।

বিজেপির সাধারণ সম্পাদক রাহুল সিনহা গত মঙ্গলবার রাজ্যের মুসলমানদেরকে এনআরসির পক্ষ নেয়ার আহ্বান জানিয়েছেন।

‘আমি বাংলার মুসলিমদেরকে বলব, আপনারা এগিয়ে এসে এই রাজ্যেও এনআরসি বাস্তবায়নের পক্ষে অবস্থান নিন। পশ্চিমবঙ্গ অপুপ্রবেশের একটি ঘাঁটিতে পরিণত হয়েছে। তারা আমাদের চাকরি, খাদ্য আর কর্মসংস্থান-সবই নিয়ে নিচ্ছে।’

ঢাকাটাইমস/১১আগস্ট/ডিএম

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :