দেশের প্রথম মিউজিক্যাল ফিল্মে আসিফ

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০১৮, ১১:৩৮

খুব শিগগিরই পুরোদস্তুর সিনেমার নায়ক হিসেবে দেখা যাবে জনপ্রিয় গায়ক আসিফ আকবরকে। প্রথম ছবিতে তার অভিনয় করার কথা রয়েছে হালের সবচেয়ে দামি নায়িকা মাহিয়া মাহির বিপরীতে। কিন্তু তার আগেই একটি পূর্ণদৈঘ্য মিউজিক্যাল ছবি দিয়ে নিজেকে পাকাপোক্ত করে নিচ্ছেন ‘ও প্রিয়া তুমি কোথায়’ খ্যাত আসিফ। নাম ‘গহীনের গান’। এটি বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য গানের চলচ্চিত্র।

‘গহীনের গান’ ছবিটিতে তরুণ মুনসী, রাজিব আহমেদ ও সাদাত হোসাইনের লেখা নয়টি নতুন গানে কণ্ঠ দিয়েছেন গায়ক আসিফ। যেগুলোর সুর ও সঙ্গীত করেছেন তরুণ মুনসী ও পল্লব সান্যাল। এই নয়টি গানের ওপর ভিত্তি করে ছবির চিত্রনাট্য লিখেছেন লেখক ও নির্মাতা সাদাত হোসাইন। পরিচালনায়ও রয়েছেন তিনি। গত ১ থেকে ৩ আগস্ট আশুলিয়ার মমতাপল্লীতে এটির প্রথম ধাপের শুটিং হয়েছে।

পূর্ণদৈর্ঘ্য গানের এ ছবিটিতে প্রথম ধাপে আসিফের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিকা আমিন। ছবিটি সম্পর্কে গায়ক আসিফ বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো একটি পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম নির্মাণ হচ্ছে। সেটিতে অভিনয় করছি। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। পুরো ইউনিট খুব পরিশ্রম করছি। আমরা চাচ্ছি দর্শককে নতুন কিছু উপহার দিতে। যেখানে অন্য এক আসিফকে খুঁজে পাবেন দর্শক।’

প্রথমবারের মতো আসিফের সঙ্গে জুটি বাঁধা অভিনেত্রী তানজিকা আমিন বলেন, ‘আসিফ আকবর যে শুধু গায়ক নন নায়কও, তার প্রমাণ আপনারা মিউজিক্যাল এ ছবিটিতে পাবেন। তাকে একেবারেই অন্যরকম লাগবে। কাজ করতে গিয়ে বুঝেছি, তিনি খুবই কো-অপারেটিভ।’

অন্যদিকে নির্মাতা সাদাত হোসাইন বলেন, ‘ছবিটির শিল্পী তালিকায় চমক রয়েছে। সেই চমক আসিফ নিজেই। তার বিপরীতে প্রথম লটে তানজিকা আমিন কাজ করছেন। ঈদের পরে ছবিটির সঙ্গে প্রথম সারির একজন চিত্রনায়িকা যুক্ত হবেন। ওই সময়ই পূর্ণাঙ্গ শিল্পী তালিকা প্রকাশ করা হবে।’

এদিকে বর্তমানে মামলায় ঝুলছেন গায়ক আসিফ। তার বিরুদ্ধে অনুমতি ছাড়া গান বিক্রির অভিযোগ এনে তেজগাঁও থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করেন গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিন। সেই মামলায় গত ৫ জুন রাত দেড়টায় গ্রেপ্তার হন আসিফ। ছয়দিন জেলে কাটিয়ে ১১ জুন জামিন পান তিনি। এখন তার কাজ, আদালত ডাকলেই গিয়ে হাজিরা দেয়া।

ঢাকাটাইমস/১২ আগস্ট/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :