সৌম্যদের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৪:১৬ | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৮, ০৮:৩০

বাংলাদেশ ‘এ’ ও আয়ারল্যান্ড ‘এ’ দলের মধ্যকার তিন ম্যাচ আনঅফিসিয়াল টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তবে, দুই দলই ম্যাচটি পুনরায় খেলতে চেয়েছে। সিরিজে বাংলাদেশ এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রথম ম্যাচে চার উইকেটে জয় পেয়েছিল সৌম্য সরকারের দল।

বুধবার ডাবলিনের দ্য ভিলেজ মাঠে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু টস হলেও বৃষ্টির কারণে মাঠে খেলা গড়ায়নি। আগামী ১৭ আগস্ট সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। তার আগে বৃহস্পতিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। ১৭ আগস্ট তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে শেষ হবে বাংলাদেশ ‘এ’ দলের আয়ারল্যান্ড সফর। টি-টোয়েন্টি সিরিজের আগে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজ ২-২ ড্র করে বাংলাদেশ ‘এ’ দল।

বাংলাদেশ একাদশ: জাকির হাসান, মুমিনুল হক, সৌম্য সরকার (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), আল-আমিন, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন, নাঈম হাসান, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম।

(ঢাকাটাইমস/১৬ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :