ছুটির পর খুলল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৫

একটানা ১৯ দিন ছুটির পর প্রাণ ফিরে পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস। গত ১৫ আগস্ট থেকে জাতীয় শোক দিবস, ঈদ-উল-আযহা ও জন্মাষ্টমীর ছুটিতে বন্ধ ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

ছুটি ঘোষণার পর থেকে ছুটি শেষ হওয়ার আগ পর্যন্ত জবি ক্যাম্পাস একেবারেই নীরব হয়ে গিয়েছিল। সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলায় এবং শিক্ষার্থীদের আগমনে প্রাণ ফিরে পেয়েছে পুরাণ ঢাকার ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি।

দীর্ঘদিন ছুটি কাটিয়ে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রথম কার্যদিবস থাকায় উপাচার্য ড. মীজানুর রহমানসহ প্রতিটি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে কুশল বিনিময় করতে দেখা গিয়েছে।

প্রতিটি বিভাগের শিক্ষকগণ পৃথক-পৃথকভাবে উপাচার্যের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়াও বিভিন্ন সংগঠনের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্মকর্তা ও কর্মচারীগনও উপাচার্যের সাথে তার নিজ কার্যালয়ে কুশল বিনিময় করেছেন।

ছুটির পর প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি সংগঠনই খোলা হয়েছে। শিক্ষার্থীরাও নিজেদের মাঝে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রথম দিন উপভোগ করেছেন। শিক্ষার্থীদের আগমনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও তার চিরচেনা রুপ খুঁজে পেয়েছে।

দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় বিভিন্ন স্থানে ময়লা আবর্জনায় ভরে গিয়েছিল। বিশ্ববিদ্যালয় খোলায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত ছিল কর্মীরা।

এদিকে সোমবার কয়েকটি বিভাগের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা ছিল। কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতির হার কম থাকায় ওই বিভাগসমূহের পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে প্রায় প্রতিটি বিভাগেই কমবেশি ক্লাস হয়েছে।

ঢাকাটাইমস/০৩ সেপ্টেম্বর/আইএইচ/ডিএম

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত

পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

যুক্তরাজ্য গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে সীতেশ বাছার

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

মাদরাসা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে দ্বিগুণের বেশি

ক্যাম্পাস চালুর দাবি, কুবিতে প্রতীকী ক্লাস

এই বিভাগের সব খবর

শিরোনাম :