ঢাবির সাত কলেজে থাকছে না পাস কোর্স

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৪১ | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজে এ বছর থেকে আর ডিগ্রি পাস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে না। শুধু স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। গত শিক্ষাবর্ষে পাস কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের স্নাতকে (সম্মানে) স্থানান্তর করা হয়েছে। আর পুরোনো শিক্ষার্থীরা ডিগ্রি পাস ও প্রিলিমিনারি শেষ করার সুযোগ পাবেন।

মঙ্গলবার অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ দুপুরে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।

ভর্তির আবেদন ২৪ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। কলেজগুলোতে বিজ্ঞান অনুষদভুক্ত বিষয়গুলোর ভর্তি পরীক্ষা হবে ৯ নভেম্বর, কলা ও সমাজবিজ্ঞানে ১০ নভেম্বর এবং বাণিজ্য অনুষদভুক্ত বিষয়গুলোতে ভর্তির পরীক্ষা হবে আগামী ১৬ নভেম্বর।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, সাত কলেজ সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আবু তালেব, বিভিন্ন কলেজের প্রিন্সিপ্যাল, শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৯ নভেম্বর শুক্রবার, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর শনিবার এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর ২০১৮ শুক্রবার অনুষ্ঠিত হবে।

সাত কলেজে বিজ্ঞান ইউনিটের অধীনে ৬ হাজার ৫শ, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অধীনে ১১ হাজার ৬শ ৩০ এবং বাণিজ্য ইউনিটের অধীনে ৫ হাজার ২শ ১০টি আসন রয়েছে।

আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ঢাবি অধিভুক্ত সরকারি সাতটি কলেজ হচ্ছে- ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

অধিভুক্তির পর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে টানাপড়েনের কারণে ফল প্রকাশ নিয়ে জটিলতার সৃষ্টি হয়। এরপর সাত কলেজের শিক্ষার্থীরা ফল প্রকাশের দাবিতে আন্দোলনে নামেন।

এর আগে ২০১৪ সালের ৩১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাপ কমাতে ওই বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজগুলোকে সংশ্লিষ্ট এলাকার সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দেন। সেই নির্দেশনার আলোকেই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এ নিয়ে সেসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের মাঝেও ক্ষোভের সৃষ্টি হয়।

ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/প্রতিনিধি/ডিএম

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

প্রাক মুঘল আমলের ঢাকার ইতিহাস বের করার তাগিদ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত

পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

যুক্তরাজ্য গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে সীতেশ বাছার

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

মাদরাসা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে দ্বিগুণের বেশি

এই বিভাগের সব খবর

শিরোনাম :