রায়ের প্রতিবাদে রাজধানীতে ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১৬:১৬ | প্রকাশিত : ১০ অক্টোবর ২০১৮, ১৬:০৬

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতাদের সাজা হওয়ার প্রতিবাদে রাজধানীতে ঝটিকা মিছিল হয়েছে। বিএনপিপন্থি আইনজীবী এবং ছাত্রদলের বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ শাখার নেতাকর্মীরা মিছিল করেছেন।

বুধবার দুপুরে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করেন। এতে তারেক রহমানসহ ১৯ জন আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ১৯ জন আসমির ফাঁসির রায় দেয়া হয়। বাকি ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

সাজা দেয়ার প্রতিবাদে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো সাতদিনের শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছে। আর রায় ঘোষণার পরই রাজধানীর জজকোর্ট এলাকায় বিক্ষোভ করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

ঢাকা জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া, ওমর ফারুক ফারুকী, নিপুণ রায় চৌধুরীসহ বিএনপিপন্থি আইনজীবীরা মিছিলে অংশ নেন।

এদিকে রায় ঘোষণার পর মিরপুরে ঝটিকা মিছিল করেছে বাংলা কলেজ ছাত্রদল।

কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল হাসান টিটুর নেতৃত্বে সহ সভাপতি আল আমিন, জুয়েল রানা, আজম, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল রেজা, যুগ্ম সম্পাদক মোকলেছুর রহমান প্রমুখ মিছিলে অংশ নেন।

অন্যদিকে রায় ঘোষণার পর মহাখালীতে মিছিল করেছেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। পরে পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/বিইউ/এআর)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

ঢামেক হাসপাতালে অপারেশন থিয়েটারের সামনে এসির কম্প্রেসর!

রাজধানীতে ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শনে মেয়রদের সংগঠন ‘সি৪০ সিটিজ’

নগরবাসীর আস্থা-বিশ্বাসই আমার কাজের শক্তি: মেয়র আতিক

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

বন্যহাতির পায়ে পিষ্টে মৃত বাংলাদেশিদের ক্ষতিপূরণের দাবি

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে দুই ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি, সড়কে ভোগান্তি

রাজধানীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপি কমিশনারের বিশেষ উদ্যোগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :