বিএমডব্লিউর নতুন স্পোর্টস বাইক

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৮, ১১:১৩

নতুন বিলাসবহুল স্পোর্টস বাইক আনলো বিএমডব্লিউ। মডেল বিএমডব্লিউ এস ১০০০ আরআর। বাইকটিতে সিমেট্রিকাল হেডলাইট ব্যবহার করা হয়েছে।

আগামী মিলান অটো শো তে দেখা যাবে নতুন মডেলের বিএমডব্লিউ এস ১০০০ আরআর। তার আগে স্পেনে টেস্টিং এ দেখা গেল এই বাইক।

একাধিক আলাদা রঙে এই দেখা গিয়েছে এই বাইক। এই বছরের শুরুতে যে ছবি দেখা গিয়েছিল সেই ছবির সাথে হুবহু মিলে যাচ্ছে নতুন বিএমডব্লিউ এস ১০০০ আরআর মডেলের বাইক।

নতুন এই মডেলে ডিজাইনে কিছু তফাৎ থাকবে। নতুন বিএমডব্লিউ এস ১০০০ আরআর মডেল থাকছে সিমেট্রিকাল হেডলাইট।

ইতিমধ্যেই বাজারে থাকা মডেলের থেকে অনেকটাই আলাদা দেখতে নতুন এই মডেল। নতুন বাইকে নতুন ইঞ্জিন চ্যাসিস ও সাসপেনশান ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে। নতুন এই ইঞ্জিনে ২১০ হর্সপাওয়ারেররও বেশি শক্তি পাওয়া যাবে।

নতুন ইঞ্জিনের সঙ্গে বাইকটিতে যোগ হয়েছে নতুন ফ্রেম। এর ফলেই এই বাইক দেখে আগের থেকে বেশি কম্প্যাক্ট মনে হচ্ছে। আশা করা হচ্ছে এই বাইকে আপডেটেড ইলেকট্রনিক্স ও সাসপেনশান থাকবে।

নভেম্বর মাসে মিলান অটো শো অনুষ্ঠিত হবে। সেখানেই দেখা যাবে নতুন বিএমডব্লিউ বাইক।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা