নারীকে হয়রানি: পাঁচ পুলিশ সদস্য বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
ঢাকাটাইমস
| আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৫:৫৫ | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০১৮, ০০:১২

মধ্যরাতে রাজধানীর একটি চেকপোস্টে সিএনজি চালিত অটোরিকশার এক নারী যাত্রীর সঙ্গে পুলিশের অশোভন আচরণ ও বাদানুবাদের ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন রামপুরা থানার সহকারী উপপরিদর্শক পদ মর্যাদার এক কর্মকর্তা। আর সঙ্গে ছিলেন পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পূর্ব) বিভাগের চার কনেস্টেবল।

মঙ্গলবার রাতে পুলিশের ওই পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় পুলিশ তল্লাশির উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশার এক নারী যাত্রীকে ‘অপ্রীতিকর’ মন্তব্য করে।

পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন ওই ঘটনার সময় উপস্থিত এক পুলিশ সদস্য।

এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে প্রাথমিকভাবে দোষী প্রমাণিত হওয়ায় ওই পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

ডিএমপির সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল ইসলাম বলেন, ভিডিওকারী ওই পুলিশ সদস্যদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিএমপি কমিশনার স্যারের অনুমতিক্রমে বিভাগীয় মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি বলেন, প্রত্যেকটা প্রোসেডিংয়ের নিয়ম কানুন আছে। সেসব আমলে নিয়েই এগুতে হচ্ছে বলেই একটু সময় লাগছে। মামলার মাধ্যমেই তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে বলে আশা করছি।

ভিডিওতে এক অংশে দেখা যায়, ওই নারী অভিযোগ করছেন যে পুলিশের এক সদস্য তার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছেন। জবাবে সেই পুলিশ সদস্য বলেন, 'আপনি কিন্তু এতো বিশ্বসুন্দরী না, বাসা থেকে শিক্ষা দেয়নি? বেয়াদব মেয়ে।' এমন কথোপকথনের ছয় মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে পুলিশের সমালোচনায় মেতে উঠেন অনেকে।

ঢাকাটাইমস/২৪অক্টোবর/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

ঢামেক হাসপাতালে অপারেশন থিয়েটারের সামনে এসির কম্প্রেসর!

রাজধানীতে ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শনে মেয়রদের সংগঠন ‘সি৪০ সিটিজ’

নগরবাসীর আস্থা-বিশ্বাসই আমার কাজের শক্তি: মেয়র আতিক

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

বন্যহাতির পায়ে পিষ্টে মৃত বাংলাদেশিদের ক্ষতিপূরণের দাবি

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে দুই ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি, সড়কে ভোগান্তি

রাজধানীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপি কমিশনারের বিশেষ উদ্যোগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :