বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৮, ১৯:৪৬

গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে কারখানা ভাঙচুর করেছে। উপজেলার উজিলাব গ্রামে ইস্টিম ওয়্যারস একটি পোশাক তৈরির কারখানার ১২০০ শ্রমিক কর্মবিরতি দিয়ে আন্দোলনে নামে।

সোমবার বেলা ১১টার দিকে শ্রমিকরা কারখানায় বিক্ষোভ ও ভাঙচুর চালায়। পরে মাওনা-শ্রীপুর সড়ক অবরোধ করেন। এসময় গাজীপুর শিল্প পুলিশ ও শ্রীপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কারখানা সুইং অপারেটর নাজমা আকতার বলেন, ১২০০ শ্রমিকের গত দুই মাসের বকেয়া বেতন বেশ কয়েকবার দেয়ার আশ্বাস দিয়েও কারখানা কৃর্তপক্ষ বেতন দিচ্ছে না।

কারখানার মানবসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আর্থিক সমস্যার কারণে শ্রমিকদের বকেয়া বেতন দিতে বিলম্ব হচ্ছে। দুই-তিন দিনের মধ্যে বেতন পরিশোধ করে দেব।

শ্রীপুর মডেল থানার ইনর্চাজ জাবেদুল ইসলাম বলেন, আমরা দুই পক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করছি।

(ঢাকাটাইমস/৫নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :