১০ জিবি র‌্যামে আসছে শাওমি ‘ব্ল্যাক শার্ক হেলো’

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৮, ১১:০৩

১০ জিবি র‌্যাম এবং শক্তিশালী কনফিগারেশনে শিগগিরই বাজারে আসছে শাওমির ব্ল্যাক শার্ক হেলো ফোন। এই ফোনটিতে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫ ব্যবহৃত হচ্ছে।

মনস্টার ফোন খ্যাত ব্ল্যাক শার্ক হেলো ফোনটি মূলত গেমারদের জন্য বানানো হয়েছে। ২০১৭ সালে সর্বপ্রথম ব্ল্যাক শার্ক ফোন তৈরি করে। এবার আসছে এই ফোনের নতুন মডেল হেলো।

ফ্লাগশিপ এই ফোনটিতে থাকছে ৬.০১ ইঞ্চির ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে। বৃহৎদাকার এই ডিসপ্লেতে ১০৮০×২১৬০ পিক্সেল রেজুলেশন পাওয়া যাবে।

ফোনটিতে দ্রুত গতিতে গেম খেলার জন্য থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন অক্টাকোর ৮৪৫ মডেলের চিপসেট। সঙ্গে আছে অ্যাড্রিনো ৬৩০ মডেলের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এই ফোনের স্টোরেজ হবে ২৫৬ জিবির।

ছবির জন্য ব্ল্যাকশার্ক হেলো ফোনটিতে ১২ ও ২০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা থাকছে। সেলফির জন্য থাকবে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার।

এই ফোনে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি ব্যবহৃত হচ্ছে। এতে কুইক চার্জ ৩.০ প্রযুক্তির সংযোজিত হয়েছে। ফলে ফোনটিতে দ্রুত চার্জ দেয়া যাবে।

অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

ফোনটি বাজারে আসলে এর দাম হবে ৪৫৯ ডলার।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :