ইউরোপের নিরাপত্তাকে টার্গেট করেছে রাশিয়া: ন্যাটো মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৮

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, রাশিয়ার নয়া ক্ষেপণাস্ত্রগুলো ইউরোপের নিরাপত্তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। শনিবার স্পেনের দৈনিক ‘এল পাইস’এ লেখা এক নিবন্ধে এই দাবি করেন।

স্টোলটেনবার্গ বলেন, গত কয়েক বছর ধরে রাশিয়া মধ্যম-পাল্লার বেশ কিছু নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদন করে তার পরীক্ষা চালিয়েছে এবং এগুলোকে বিভিন্ন অবস্থানে মোতায়েন করেছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে ইউরোপের রাজধানীগুলোতে অনায়াসে হামলা চালানো যাবে।

এ বিষয়টি ইউরোপের নিরাপত্তাকে মারাত্মকভাবে বিপন্ন করেছে বলে হুঁশিয়ার করে দেন ন্যাটোর মহাসচিব। স্টোলটেনবার্গ এমন সময় এ বক্তব্য দিলেন যখন রাশিয়া উল্টো দেশটির সীমান্তে ন্যাটো জোটের সেনা সমাবেশ ও সামরিক মহড়ার কঠোর সমালোচনা করেছে। মস্কো বলছে, রাশিয়ার ওপর আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ক্রমেই পূর্বদিকে অগ্রসর হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট।

ঢাকা টাইমস/০২ডিসেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :