বৈষম্য কমাতে দরকার উদ্যোক্তা অর্থনীতির বিকাশ: ড. খলীকুজ্জমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৫:০৫| আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৫:১০
অ- অ+

ধন বৈষম্য কমাতে উদ্যোক্তা অর্থনীতির বিকাশ দরকার বলে মত দিয়েছেন ড. কাজী খলীকুজ্জমান আহমদ। তিনি বলেছেন, ‘উদ্যোক্তা অর্থনীতির বিকাশের মাধ্যমে ধন বৈষম্য হ্রাস, জাতীয় প্রবৃদ্ধির সাথে সাথে মানব উন্নয়নের সূচক এবং টেকসই উন্নয়নের প্রতিটি লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহকেও একযোগে কাজ করতে হবে।’

উদ্যোক্তা অর্থনীতির বিকাশকে সম্প্রসারণের জন্য উচ্চতর স্তরে গবেষণা ও শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

ঢাকা স্কুল অব ইকনোমিকসে রবিবার ‘টেকসই উন্নয়ন ও উদ্যোক্তা অর্থনীতি’ শীর্ষক একটি লোক বক্তৃতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্যোক্তা অর্থনীতির সমন্বয়ক অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী।

তিনি বলেন, ‘টেকসই উন্নয়নের জন্য সরকারের সৎ উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য বাংলাদেশ ন্যাশনাল এডুকেশনাল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক অবশ্যই উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। একটি দিবসকে উদ্যোক্তা দিবস হিসাবে প্রতি বছর পরিপালন করা দরকার। সেই সাথে কিছু ব্যাংকের প্রধান কার্যালয় দেশের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে দিলে উদ্যোক্তা উন্নয়নে অর্থায়ন সম্ভব হবে বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. জাহেদা আহমদ, সহকারী অধ্যাপক রেহানা পারভীনসহ অন্যরা বক্তব্য রাখেন। দুইদিন ব্যাপী উদ্যোক্তা উদ্ভাবন নিয়ে পোস্টার প্রতিযোগিতার উদ্বোধন করেন ড. কাজী খলীকুজ্জমান আহমদ। এতে মোট ১০টি গ্রুপে উদ্যোক্তা অর্থনীতির ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নেয়।

ঢাকা টাইমস/০৩ডিসেম্বর/প্রতিনিধি/ওআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
শিবচরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে
জেনে নিন ঢাকায় ফিরে কোন গাড়ি চড়বেন বেগম খালেদা জিয়া, প্রস্তুত নতুন টয়োটা ক্রাউন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা