শনিবার সন্ধ্যায় ফিরবে আশরাফের মরদেহ

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০১৯, ১০:৫৩

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ শনিবার সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছাবে। আগামীকাল বিকাল ৪টায় ব্যাংকক থেকে তাঁর লাশ দেশে পাঠানো হবে, যা সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন সৈয়দ আশরাফুল ইসলামের ব্যক্তিগত সহকারী তোফাজ্জল হোসেন।

থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ এই রাজনীতিক শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মারা যান।

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ৬৮ বছর বয়সী সৈয়দ আশরাফ থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ আশরাফ কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকে জয়ী হন। অসুস্থতার কারণে তিনি শপথ নিতে পারেননি।

মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ও আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দুই মেয়াদে ওই দায়িত্ব পালনের পর তিনি সভাপতিমণ্ডলীর সদস্য হন।

তিনি সুস্থ হয়ে দেশে ফেরার পর তার শপথ নেয়ার কথা ছিল।

ঢাকা টাইমস /০৪ জানুয়ারি/ওআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :