ইবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০১৯, ২১:২২

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে ক্যাম্পাসের সকল বিভাগে পৃথক পৃথকভাবে ক্লাস শুরু হয়।

জানা যায়, এবছর ৩৩টি বিভাগে আপেক্ষমান ও মেধাতালিকা থেকে দুই হাজার ২৭৫ আসনে শিক্ষার্থী ভর্তি করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সব বিভাগে ক্লাস শুরুর মধ্যে দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে স্ব-স্ব বিভাগগুলো। সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করেন। তাদের পদচারণে মুখরিত হয়ে উঠে ক্যাম্পাস।

অনুভূতি প্রকাশ করে লোক-প্রশাসন বিভাগের নবীন শিক্ষার্থী সোহানুর রহমান সান বলেন, ‘ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার। অবশেষে তা বাস্তবে পরিণত হলো। ভালো রেজাল্ট করে প্রথম শ্রেণির চাকরি পেতে চাই।’

অর্থনীতি বিভাগের নবীন শিক্ষার্থী সন্দা সিনহা বলেন, ‘পথচলার প্রথম দিনেই বিভাগের বড় ভাইয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী উপহার পেয়েছি। বিশ্ববিদ্যালয় যে জ্ঞান-ভান্ডার ও প্রেরণার বাতিঘর তা প্রথম দিনেই উপলব্ধি করলাম।’

উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘নবাগত শিক্ষার্থীদের জন্য ফুলের শুভেচ্ছা। তরুণ শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলে মানবতার সেবায় আত্ম নিয়োগ করাতে সর্বাত্মক প্রচেষ্টা চালাব।’

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :