সাইমন-প্রকৃতির ‘জল শ্যাওলা’ পহেলা বৈশাখে

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০১৭, ০৮:২৩
অ- অ+

বাংলা নববর্ষের প্রথম দিন অর্থাৎ ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে শিশুতোষ চলচ্চিত্র ‘জল শ্যাওলা’। জেসমিন আক্তার নদী পরিচালিত এই ছবিতে প্রথমবারের মতো জুটিবদ্ধ দেখা যাবে চিত্রনায়ক সাইমন সাদিক ও উদীয়মান নায়িকা মানসী প্রকৃতিকে।

ছবিটির মুক্তির কতা নিশ্চিত করে জেসমিন আক্তার নদী ঢাকাটাইমসকে বলেন, ‘পহেলা বৈশাখ খুবই উৎসবমুখর একটি দিন আমাদের দেশে। সবাই তার প্রিয়জন ও কাছের মানুষকে নিয়ে মেতে ওঠে আনন্দে। উৎসবের পহেলা বৈশাখকে উপলক্ষ করেই আমরা ১৪ এপ্রিল সারা দেশে ‘জল শ্যাওলা’ মুক্তি দিচ্ছি।’

ছবির গল্প সম্পর্কে পরিচালক নদী বলেন, ‘মূলত রূপকভাবে ছবির প্রতিটি চরিত্রের মাধ্যমে দেশের শোষিত-শাসিত শ্রেণির পাশাপাশি ইতিহাস বিকৃত করার গল্প বলার চেষ্টা করা হয়েছে।’

ছবিতে সায়মন ও প্রকৃতি জুটির অভিনয়ে সন্তোষ প্রকাশ করেন পরিচালক জেসমিন আক্তার নদী। তাদের ব্যাপারে তিনি বলেন, সায়মন নিঃসন্দেহে পরীক্ষিত ও দর্শকপ্রিয় একজন অভিনেতা। প্রকৃতি চলচ্চিত্র জগতে নতুন হলেও বেশ ভালো কাজ করেছেন। আমার ছবির গল্পের প্রয়োজনেই এই শিল্পীকে নির্বাচিত করেছি। আশা করছি সায়মন-প্রকৃতি জুটিকে দর্শক খুব ভালোভাবে নেবে।’

টাইমস ওয়ার্ল্ড মিডিয়া লিমিটেডের প্রথম প্রযোজনা ‘জল শ্যাওলা’ ছবিতে আরও অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, রেহেনা জলি, রিপন খান, সীমান্ত, জিসান, সুজন মাজাহার, অপ্সরা মনি, মাস্টার ইমন, রাজু অনিক, তানিশা, তানভীর প্রমুখ।

ঢাকা, বিক্রমপুরসহ দেশের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত ‘জল শ্যাওলা’য় গান রয়েছে তিনটি, যেগুলোর সংগীত পরিচালনা করেন আনোয়ার সিকদার টিটন। গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, খায়রুল বাশার হিরন ও জিয়াউদ্দিন আলম।

(ঢাকাটাইমস/১৭মার্চ/এসজেআর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভালো কাজের স্বীকৃতি পেলেন গুলশান ট্রাফিক বিভাগের কর্মকর্তারা
হোটেল ওয়েস্টিনের কক্ষ থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকের মরদেহ উদ্ধার
ডিএমপির দুই অতিরিক্ত কমিশনারের দপ্তর বদল
নির্বাচন নিয়ে বিকল্প ভাবলে জাতির জন্য খুবই বিপজ্জনক হবে: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা